আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের লোকাস নোট(Lotus Notes)

তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে।

বিশ্বস্হ জিনিস যতোই পুরনো হোক জার্মানরা তার পুজো করবে। এখানে যতো C/C++ পোগ্রামারের ডিমান্ড সেই তুলনায় জাভা/পি.এই.পি নাই বল্লেই চলে। আর ডাটাবেস, নেটওয়ার্ক এডমিনের কথা নাই বা বল্লাম। সেই ধারাবাহিকতায় আমার কোম্পানিতে Lotus Notes দিয়ে সব ধরনের ই-মেইল, ফাইল শেয়ারিং, ট্রাভেল ডকুমেন্ট+ছুটির আবেদন সবই করতে হয়।

Lotus Notes এর ইন্টারফেছটা দেখতেও সেই রকম। এতো কামলার ইনফো আর ফাংশনের জন্য এটা সব সময় বেশ স্লো থাকে। সবাই ফাজলামি করে এটাকে লোকাস নোট বলে। যার তরযমা হচ্ছে টয়লেট নোট। বর্তমানে এটাকে কিছু জনপ্রিয় করার জন্য এস.এম.এস, ম্যাসেঞ্জার এ্যাড করা হয়েছে।

ফ্রি ম্যাসেজ পাঠানোটা বেশ ভালো। এখন আর নিজের পয়সা খরচ করে এস.এম.এস পাঠাতে হবে না (প্রতি এস.এম.এস ১৯ সেন্ট)। ম্যাসেঞ্জার থাকলে কি আর না থাকলে কি। অফিস থেকে ফ্রি ফোন পৃথিবীর যেকোন জায়গায়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.