পরিবর্তনের জন্য লেখালেখি
পুরুষত্বকে কি ভাবে সংজ্ঞায়িত করা যেতে পারে ?
কি করে হতে পারে তার তরল কি বাষ্পের পাত্রায়ন ?
"আমি তার সব কটা পাস ওয়ার্ড জানি" --
"জানি তার অতীত ও বর্তমান "
"তার ভবিষ্যত নির্ধারিত হবে আমার নির্ধারিত পথে"
---- সদম্ভে দাঁড়িয়ে থাকে আকাশ্চুম্বী শিশ্ন আস্ফালন !
অদ্ভুতুম সব অসুখের কাগজ জানালা গলে ছুটে আসে ।
আচ্ছা ,পুরুষ কি শুধু শিশ্ন দিয়েই ভালোবাসে ?
চিকন হলে মোটা করুন ।
দুর্বল হলে সবল করুন ।
প্রৌঢ় হলে তরুণ করুন ।
অলৌকিক তরল ঘষে আঠারো থেকে বিশ সেমি
দিনে পাঁচ বার , তিরিশ মিনিট , হউন প্রকৃত প্রেমী !
কতটা নত হলে আমি নারী নই , হই আকাঙ্খিতা ?
কয়টা শীৎকারে প্রমানিত হয় শিশ্নের বিলাসিতা !
আমার কথা মত চলবে ।
উঠতে বললে উঠবে
বসতে বললে বসবে ।
বন্ধু , আত্মীয়, সমাজের সামনে দাঁড়িয়ে যতটা হই দাসী
আমার নারীত্ব এর উপরে তুমি ততটাই হও বিশ্বাসী ।
কখনো মালিকানার দাবী ,কখনো হারাবার কাতরতা
কখনো শিক্ষা , কখনো বেতন , কখনো মনযোগের বিষন্নতা
কখনো কি কেউ ভাবে
নারী কখন হয় নতজানু ?
ভালোবাসলে নারী কতটা আগাবে!
কেন কেউ ফেলে আসে চিরচেনা আশ্রয় বুকভাঙা বিদায়ের রাতে
কেন কেউ নিজেকে সপে দেয় অনিশ্চিত শিশ্নে , নিজেকে বদলাতে!
[ স্বার্থপরতা আর ঈর্ষার কোপানল , সন্দেহের হলাহল
জানো ? কবর দিতে পারে প্রণয়ের তীব্রতম কোলাহল !
বিনিদ্র , ক্লান্ত শরীরটাকে টেনে তুলে বিক্ষিপ্ত পায়ে বাজারে যাবে
নিজে না খেয়ে সারাদিন ভাববে,"আচ্ছা , ও উঠে কি খাবে ?"
এবং নিশ্চিত থাকো , প্রণয়িতা
তোমার চারপাশে জ্বলবেই চিতা
হাত পুড়িয়ে রান্না করে আঁচলে ঢেকে কত না করবে আয়োজন !
"কুলটা , আমাকে একা রেখে তুই কই ছিলি এতক্ষণ ?"
শালার পুরুষ !
দেহে , মনে , আত্মায় এত জটিলতা নিয়ে পড়ে থাকো
এর চেয়ে নারীত্বের সংজ্ঞা অনেক সহজ , স্পষ্ট
--- স্রেফ "কষ্ট" ! ]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।