আমাদের কথা খুঁজে নিন

   

হেলভেসিয়ায় আজ দুপুরে

আল বিদা

আজকে দুপুরে Helvetia মতিঝিলে গেলাম খেতে। ওখানে একা গেলে প্রায়ই মনে হয় কাউকে ডেকে আনি। Self Service এ দোকানে টোকেন পেলাম 60। সিরিয়াল চলছে 38। তারমানে এই না যে আমাকে আরও বাইশ জনের অপেক্ষা করতে হবে।

এমন সিরিয়ালি হয় না। তারপর এল 39। তারপর 09। এবার আমি সিউর হলাম ক্রনোলজিকলি অর্ডার যায় না। কিন্তু সমস্যা হচ্ছে তারপর আর সিরিয়াল আসতেছে না।

আর কাউন্টার থেকে বারবার কল করতেছে। ব্যাটা 09 যে কই গেল? আজকাল কিছু বেকুব আসে হেলভেসিয়ায় যারা এই সাধারন ব্যাপারগুলাও বোঝে না। তখন চরম বিরক্তি লাগে। আমি আবার এমন আনস্মার্ট ক্ষেত লোক দেখতে পারি না। এরা ফুটানী মারার জন্য হেলভেসিয়া আসে কিন্তু নিয়ম কানুন শিখে না।

একটু পর এক এটেনডন্ট ট্রে নিয়ে আমার সামনে এল। আর বলল আপনার অর্ডার। আর কিছু বললাম না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.