আমাদের কথা খুঁজে নিন

   

চিকিৎসাবিজ্ঞানের কবিতা

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

চিকিৎসাবিজ্ঞানের কবিতা শাফিক আফতাব................ আমি তোমাকে চাই. মানে__নিজেরই প্রদাহে আমি দহনদগ্ধ। আমি তোমাকে চাই, মানে__নিজকেই আমি বাঁচাতে চাই তুমি আমাকে ভালোবাসো, মানে, নিজেরই উত্তেজনায় তুমি কাতর__ তুমি আমাকে চাও. মানে__রক্তে তোমার বিষ জমেছে।

এই তো চাওয়া পাওয়ার কার্যকারণ। মিছে প্রেম ভালোবাসা নিয়ে তর্ক করি অকারণ দেহ থেকে রক্ত শুষে গেলে পড়ে থাকে জীর্ণএকখান কঙ্কালের শরীর__ সেই শরীরের কী প্রেম থাকে, বলো ? প্রেমের জন্য চাই পুষ্টি ভালোবাসার জন্য চাই রসালো ফল তোমার জন্য চাই দামী বাদামী রঙিন শাড়ি আমার জন্য চাই একখান আলিশান বাড়ি। বাড়িহীন গাড়ীহীন কড়িহীন জীবন__যেনবা অবিকল মরণ। ০৮.০৯.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।