বিশ্বায়ন,মুক্তবাজার অর্থনীতি, ভোগবাদিতা- এই সময়ের বেশ চলতি শব্দ।সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে খাদ্যসংকট এবং বিশ্ব অর্থনীতিতে মন্দাভাব এই বিষয়গুলিকে অর্থনীতিবিদ, রাজনীতিক,সাংবাদিক কিংবা সচেতন নাগরিকদের আলোচনার টেবিল অথবা ইন্টেলেকচুয়াল আড্ডা থেকে বেরিয়ে এসে আমজনতার কলোকুয়ালে(মৌখিক ভাষা) অনেকটাই স্থান করে নিয়েছে। এইটাও কি বিশ্বায়নের ফল!
সাধারণভাবে সেবাখাতের (শিক্ষা,চিকিত্সা,পরিবহন)উন্মুক্তকরন,রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের(যেগুলো উদ্পাদনের সাথে জড়িত)বিরাষ্ট্রীয়করন, সর্বক্ষেত্রে দেশি-বিদেশী বিনিয়োগের অবাধ অনুপ্রবেশ,আমদানি-রপ্তানি শুল্ককর প্রত্যাহার, সবধরনের সরকারী ভর্তূকি প্রত্যাহার- বিশ্বায়নের শর্তগুলো অনেকটা এইরকম। উন্নতদেশগুলো কিংবা তাদের সংস্থাগুলা- আই.এম.এফ কিংবা বিশ্বব্যাংক "বিশ্বায়ন" ধারনার প্রধান সমর্থক ও সুবিধাভোগী হলেই তাদের কেউই স্বার্থবিরোধী শর্তগুলো মানতে নারাজ। যেমন ইউরোপ কিংবা আমেরিকা কেউই কৃষিখাতে তাদের ভর্তুকি প্রত্যাহার কিংবা এমনকি হ্রাস করেনি।
আরে বলতে চাইছিলাম কি বলা শুরু করলাম কি! ধান ভানতে শীবের গীত!
যাইহোক, বিশ্বায়নবিরোধী, কনজ্যুমারিজ্ম বিরোধী একটা অত্যন্ত আকর্ষনীয় একটা ডকুমেন্টারী'র ক্লিপ দিলাম।অনেকেই হয়তোবা আগেই দেখেছেন,তারপরেও দেখেন ভাল লাগবে।
হ্যান্ডহেল্ড ক্যামেরা, ক্যান্ডিড্(বাংলাপ্রতিশব্দটা জানিনা) মুহুর্তের চিত্রায়ন, বিভিন্ন ফাইল-ফুটেজ থেকে প্রয়োজনীয় অংশের চমত্কার সংযোজন ও সম্পাদনা-"সারপ্লাস" কে দর্শক-উপভোগ্য করে তুলেছে।[যারা বিশ্বায়ন-সমর্থক তারাও মজা পাবেন] আর যারা বিশ্বায়নবিরোধী, তারা এই জরুবী-অবস্থায়, ছুটিরদিনে "সারপ্লাস" অবলোকনের মাধ্যমে প্রতিকী প্রতিবাদই না হয় করলেন।
[yt]5AEiwOM4fAY[/yt]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।