রিজওয়ানুল ইসলাম রুদ্র
আজ দৈনিক প্রথম আলো'র শনিবার-এর ম্যাগাজিন 'ছুটির দিনে'র মূল রচনার শিরোনাম দেখেই বুঝতে পেরেছিলাম - কোনো কিশোরীর করুণগাথা হয়তো-বা তুলে ধরা হয়েছে। পড়তে গিয়ে কখনো চোখ দিয়ে দু-এক ফোঁটাজল গড়িয়ে পড়েছে, কখনো অশ্রু নামের মেয়েটার জন্য বুকের গভীর থেকে দীর্ঘশ্বাস এসে সান্ত্বনা দিয়ে গ্যাছে। হায় অশ্রু ! আমরা তো নির্বোধ। আমাদের পাপের ফল ভোগ করতে হয় তোমার মতো নিষ্পাপ শিশুদের ! অনিয়ন্ত্রিত যৌনতার নিষিদ্ধ সমুদ্রে গা-ভাসিয়ে মরণব্যধি এইডস এর জীবাণু বহন করে চলেছে অনেক যুবক-যুবতী... এর থেকে পরিত্রাণ এর উপায়-ই বা কী ?
শ্রদ্ধেয় লেখক, কবি, সাংবাদিক আনিসুল হক খুব সুন্দর করে কিছু কথা লিখেছেন। তাঁর প্রতিটা লেখাই হৃদয়স্পর্শী... কিন্তু এটা অনেক অনেক বেশি !
আপনারাও পড়ে দেখুন... দুঃখিত হোন !
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।