আমাদের কথা খুঁজে নিন

   

লিভ-টু-গেদার - এ ক্যাচাল!!



আজকাল এদেশে লিভ-টু-গেদার বেশ বেড়ে গেছে। কুমার আর সুনীতা এরকমই একটি বাঙালী জুড়ি যারা মুম্বাইতে একসাথে থাকত। একবার কুমারের মা কয়েকদিনের জন্য কলকাতা থেকে ছেলের কাছে বেড়াতে এলেন। তিনি ভালো মতনই লক্ষ্য করলেন সুনীতা মেয়েটি বেশ সুন্দরী। বহুদিন ধরেই তিনি সন্দেহ করতে থাকলেন যে তার ছেলে আর ঐ মেয়েটির মধ্যে নিশ্চয় কিছু সম্পর্ক আছে।

একদিন থাকতে না পেরে তিনি ছেলেকে নিজের সন্দেহের কথা জানিয়ে দিলেন। কুমার রীতিমত প্রতিবাদ করে জানাল ,"মা, আমি বুঝতে পারছি তুমি কি ভাবছ। কিন্তু সুনীতা আর আমি শুধুই রুমমেট। তার থেকে বেশী কিচ্ছু না। " কুমারের মা কলকাতা ফিরে এলেন।

তার এক সপ্তাহ পরে সুনীতা এসে কুমারকে বলল, "তোমার মা চলে যাওয়ার পর থেকেই আমাদের আচারের জারটা খুঁজে পাচ্ছি না। টোমার কি মনে হয় উনি ওটা নিয়ে গেছেন?" কুমার খানিক মাথা চুলকে বলল , "মনে হয় না মা এরকম করবে। তবু আমি মা'কে একটা ই-মেল করে দিচ্ছি। " তো কুমার বসে এই মেলটা তার মা'কে লিখে পাঠাল--- "মা, আমি এটা বলছি না যে তুমি আমাদের আচারের জারটা নিয়ে গেছ, কিন্তু এটাও বলতে পারছি না যে তুমি জারটা নিয়ে যাওনি। সত্যি কথাটা হচ্ছে তুমি যাওয়ার পর থেকেই জারটা খুঁজে পাওয়া যাচ্ছে না।

প্রনাম নিও কুমার" এর যে জবাবটা এসেছিল সেটা এরকম ছিল - "বেটা, আমি এটা বলছি না যে তুমি সুনীতার সাথে শোও, কিন্তু এটাও বলতে পারছি না যে তুমি সুনীতার সাথে শোও না। সত্যি কথাটা হচ্ছে যে যদি আমি চলে আসার পর থেকে সুনীতা নিজের বিছানায় শুত, তাহলে ওর বালিশের তলা থেকেই জারটা খুঁজে পাওয়া যেত। ভালবাসা নিও মা"

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।