আমাদের কথা খুঁজে নিন

   

চাকুরিতে নিয়োগ বিরম্বনা

অচিন পথের সন্ধানে......

আমাদের দেশে চাকুরিতে নিয়োগ পেতে হলে একজন প্রার্থীকে কি পরিমাণ বিরম্বনার শিকার হতে হয় তার কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি. . আমার এক বন্ধু বুয়েট ইলেকট্রিক্যাল থেকে পাশ করে যখন চাকুরি পাচ্ছিলনা তখন তাকে একদিন জিগ্গেশ করলাম তোদের তো সবার চাকরি হয়ে গেছে তুই এখনো বসে আছিস কেন. . তার কাছ থেকে যা জানতে পারলাম তা হচ্ছে আজকাল শুধু ভাল ডিগ্রী থাকলেই হয়না..সেই সাথে যেটা দরকার সেটা হচ্ছে একটা ভাল লবিং. . .একটু গবেষণা করতেই জানা গেল যে নামী মোবাইল কোমপানী তে যতগুলা রিক্রুটমেন্ট এই বছর হয়েছে তার সবই লবিং এর জোরে . . হয়তো যাকে নেয়া হয়েছে সে ও ডিগ্রীধারী কিন্তু তার যেটা বাড়তি আছে সেটি হচ্ছে একটা ভালো লবিং. .তা যে রকমই হোকনা কেন....অবশ্য আমার ঐ বন্ধুটির বাকি বন্ধুরা যাদের ইতিমধ্যে চাকরি হয়ে গেছে তারা এই কথাটি স্বীকার করতে নারাজ...তাদের ভাষ্য মতে তারা খুবই ভাল ইন্টারভিউ দিয়েছে...সবাই ইন্টারভিউতে ১ম হয়েছে ..(মন্তব্য নাই বা করলাম..).. উপরিউল্লেখিত পরিস্থিতির উদ্ভব হয়েছে দুইটি কারণে । ১. সম্প্রতি দেশে চাকরি সংকট(মোবাইল কোমপানী গুলো কর্তৃক সৃষ্ট)। ২. (১) এ বর্ণিত কারণকে পুঁজি করে গড়ে ওঠা আমাদের চিরায়ত বাংলার স্বজনপ্রীতি উৎসব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.