আমাদের কথা খুঁজে নিন

   

প্রেম ভিখারী



প্রতিদিন তোমার মনের উঠানে এসে দাড়াই আমি, হ্রদয়ের হাতে শুকনো গোলাপ আবার ভেজাই বিরহ ক্ষনের অশ্রু জলেতে। তুমিও আসো ধীর লয়ে, সপ্নালু ঐ দৃষ্টি কাখে, তাড়াও আমায় নতুন করে, ভেবে এই প্রেম ভিখারীকে।। ফিরে ফিরে আসি তোমার দুয়ারে, যা পাই নেবো তারি আশায় তোমার চোখে করুনা হলে, ধরা দাও কিছু এলোমেলো কথায়। হেসে উঠোনা তেমন করে, যেন কারো কানে না যায়, নিরব চাহনিতে দুরে ঠেলে দাও, বাড়ে তৃষা সেই ভাবনায়।। আমার শহরে একটাই বাড়ি, যেথায় আমার অন্ন জোটে, তুমি দিলে তা নিয়ে বাচি, দুরে ঠেলে দিলে অনাহারে কাটে। মনের শহর এতো খা খা কেন? কেন যেতে হয়ে তোমার কাছে? কেন আরো বারে না শহর, বারে বারে ফিরি তোমার মাঝে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.