আমাদের কথা খুঁজে নিন

   

আমি তো আসলে বাঘ!

এসেছি নতুন জগতে। চাই সবার সহযোগিতা

প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয় বিশ্ব বিড়াল দৌড় প্রতিযোগিতা। নানা দেশ থেকে নানা জাতের বিড়াল সেই প্রতিযোগিতায় অংশ নেয়। বাংলাদেশ থেকেও যায় ডোরাকাটা হ্যাংলা, পাতলা একটি বিড়াল এবং প্রতি বছরই অন্য দেশের বিড়ালদের পেছনে ফেলে প্রথম পুরস্কার লাভ করে। বেশ কয়েকবার এমন ঘটনা দেখে উন্নত দেশের বিড়ালগুলো একসাথে বসল।

তাদের প্রশ্ন বাংলাদেশের মতো গরীব একটি দেশের বিড়াল কি করে আমাদেরকে হটিয়ে প্রথম পুরস্কার পায়? ওই দেশের মানুষজনই খাবার পায় না, বিড়ালের যত্ন নেবে কিভাবে। আর আমাদেরকে কত যত্ন করা হয়, কত রকম শক্তিদায়ক খাবার খাই। কিন্তু একবারও জিততে পারি না, বিষয়টা কি? বুদ্ধি করে সব বিড়াল একত্রিত হয়ে চেপে ধরল বাংলাদেশের বিড়ালকে, বল তুই প্রতি বছর কেমনে ফার্স্ট হস? গরীব দেশের বিড়াল তুই, তোর গায়ে কোন উজ্জ্বলতা নেই, না খাওয়া চেহারা, সাইজেও আমাদের চেয়ে ছোট। তুই কিভাবে আমাদের আগে যাস? প্রশ্ন শুনে বাংলাদেশী বিড়াল মুচকি মুচকি হাসে। সবাইকে কাছে ডেকে কানে কানে বলে, আরে শোন, আমি তো আসলে বিড়াল না, আমি বাঘ।

না খাইতে পেয়ে বিড়াল হয়ে গেছি..........................


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।