আমার স্নেহের কবিতাগুলো
আমাদের যে স্বপ্নগুলো ট্রাকের তলে পড়ে থেঁতলে গেছে
তাঁর অর্ধেক খেয়ে ফেলেছে দাঁড়কাক
এক একটা ভাঙাচোরা দেহের ভেতর
আমাদের আত্মাগুলো মন খারাপ করে
শুয়ে আছে।
এখন অনর্গল মিথ্যা কথা বলা কোনো ঘটনাইনা
দারিদ্র নয়, দুঃখিত হবার মতো বোকামি দেশ থেকে দূর হয়েছে
আমাদের স্মৃতিশক্তির উন্নতি হয়েছে, তাই গতকালের কিছুই মনে পড়ে না
সোহরার্দি উদ্যানের নিষ্পাপ পতিতাদের আর দেখি না
নতুন ইমারতের পর তারা হারিয়ে গেছে
তবু পার্কজুড়ে কেবলই ব্যবহৃত কনডমের খোসা
জরুরি অবস্থায়ও বৈধ অবৈধ সঙ্গম থেমে নেই।
শহরে গরম বেড়েছে
লোডশেডিং হচ্ছে
কোথাও কোনো লোভ-শেডিং নেই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।