আমাদের কথা খুঁজে নিন

   

দেড়শততম পোষ্ট : 'দূর্নীতি করব না, দূর্নীতিতে সহায়তা করব না'। কে কতটুকু মানতে পারে আসুন আলোচনা করি।

ভালবাসি প্রাণ প্রিয় মা ও জন্মভূমিকে

কিছু কথা- দেখতে দেখতে প্রায় দেড়টি বছর চলে গেল। মনে হচ্ছে এই সেদিন ব্লগে এলাম। সামহ্যোরইনব্লক-কে প্রথম দেখায়ই আপন করে নিয়েছে। একটি অলিখিত মায়ায় আবদ্ধ হয়ে গেছি। এত ভাল ভাল ব্লগার আছেন, কত সুন্দর করে তাদের লেখাগুলো ফুটিয়ে তুলেন।

মাঝে মাঝে অবাক হয়ে যাই, মানুষ এত সুন্দর করে কি করে লিখে। আমি পারি না কেন? তবুও অতৃপ্ত নই। নিজে না পারলেও আমাদের সহব্লগাররা লেখা আমাকে উদ্বুদ্ধ করে। শত ব্যস্ততার মাঝেও হঠাৎ দেখি সামহ্যোরইনব্লগ-এ ঢুকে পড়েছি। ভাল থাকবেন, আরও ভাল লিখে ব্লগটাকে আরও প্রাণবন্ত করে তুলবেন, এ প্রত্যাশা সবার কাছে।

এখন আসুন আজকের বিষয় নিয়ে আলোচনা করি। আসলে এ বিষয়টির অবতারণা সরকারের একটি গণ-স্বাক্ষরকে ঘিরে। সম্প্রতি সরকার বিভিন্ন স্থানে-'দূর্নীতি করব না, দূর্নীতিতে সহায়তা করব না' এ স্লোগানে গণ-স্বাক্ষর কার্যক্রম চলছে। কে কতটুকু মানতে পারি আসুন এ নিয়ে আলোচনা করি। আমি দুর্নীতি করব না।

কিন্তু দুর্নীতিকে সহায়তা করব না, এ কথাটি কি বলতে পারব। বুকে হাত দিয়ে বলুন। ১। আপনি কি বিদ্যুত অফিসে টাকা ছাড়া কোন কাজ করতে পারবেন? সেবাটি আপনার কাছে জরুরী। ২।

ইনকাম টেক্স অফিসে যান আপনার সব কাগজপত্র সঠিক থাকলেও আপনি কি এমনিতে টিন সার্টিফিকেট পেয়ে যাবেন? নিশ্চয়ই না। ৩। পুলিশের কাছে কোন সহায়তার জন্য গেলেন তারা কি এমনিতে সব কাজ করে দিবে? আপনারাই বলুন। ৪। সরকারী মেডিকেলে কোন জরুরী সেবার জন্য বাড়তি টাকা ছাড়া আপনি কোন সেবা দ্রুত পাবেন? আপনাকে শত নিয়মের মধ্যে পড়তে হবে।

৫। টিএনটি অফিসে যান টাকা ছাড়া কিছু হবে, কেউ কথা বলবে? ৬। গ্যাস অফিসে কোন কাজে গেলে তারা কি সহজে কোন কাজ করে দিবে? ৭। আপনার জমি/জায়গার কোন কাগজপত্র (যেমন-মিউটেশন) এমনিতে হবে? কখনো না। আপনাকে খরচ করতে হবে, নাহলে অতিরিক্ত ভোগান্তি সইতে হবে।

৮। জরুরীভাবে রেলওয়ে/বিমানের টিকেট দরকার বাড়তি টাকা ছাড়া তাড়াতাড়ি কি টিকেট পাবেন? ভেবে দেখুন একবার। ৯। সিটি কর্পোরেশনে কোন কাজে যাবেন, তারা কি সহজে আপনাকে সাহায্য করবে? চিন্তা করে দেখুন। ১০।

আপনার শ্রদ্ধেয় মা/বাবা বা আদরের সন্তান গুরুতর অসুস্থ জরুরী গাড়ী দরকার বাড়তি টাকা ছাড়া অটোরিক্সা/ক্যাব আপনার কথা শুনবে? হাজারো অনুরোধেও হবে না। এ ধরণের হাজারো খাত আছে সেবা পেতে হলে আপনাকে বাড়তি খরচ করতে হবে। তাহলে বলুন আমরা কিভাবে দূর্নীতি মুক্ত হতে পারব? এছাড়া চাল, ডাল, ফল-মূল, তরি-তরকারী, জীবনরক্ষাকারী বিভিন্ন উপদান, সব জায়গায় তাকিয়ে দেখুন। ভেজাল মুক্ত কিনা? আমরা কিভাবে দূর্নীতি মুক্ত হতে পারব? আমরা কিভাবে দূর্নীতি মুক্ত হতে পারব??????????????????????????????? ভাবুন, মনে করুন, তারপর মন্তব্য দিন।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।