সুরের সাথে সুর মেলাও...
ফরিদ ভাই এর পোস্ট এর মাধ্যমে প্রথম জানতে পারলাম গুগল বাংলাদেশের ডিজিটাল ম্যাপ প্রকাশ করেছে। সেই সূত্র ধরে যখনই সময় পাই, দেশের আনাচে কানাচে ঘুরে বেড়াতে লাগলাম। পরিচিত জায়গাগুলো একবার করে চোখ বুলাতে থাকলাম। হঠাৎ একটা জায়গায় গিয়ে চোখ আটকে গেল। ম্যাপে বাংলা একাডেমির অবস্থান ভুল দেখানো হয়েছে।
ম্যাপে যে জায়গাটাকে বাংলা একাডেমির অবস্থান বলে দেখানো হয়েছে সেটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসিক কোয়ার্টার। প্রকৃত অবস্থান সাদা বৃত্তের মাধ্যমে দেখালাম।
গুগল ম্যাপের কাজ এখনো চলছে। বিভিন্ন রাস্তাঘাট স্থাপনা লেবেলিং করা হচ্ছে। তার প্রমান পেলাম, ২ দিনের ব্যবধানে দেখি অনেক স্থানের লেবেলিং করা হয়েছে নতুন করে।
স্কুল-কলেজ, হাসপাতাল, ব্যাংক, বিভিন্ন গুরুত্বপূর্ন স্থাপনার আইকন যুক্ত করা হয়েছে। যেহেতু কাজ এখনো চলছে, কিছুটা ভুল ত্রুটি হতে পারে। কোনভাবে যদি ভুল ত্রুটি গুলো কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করা যায়, তাহলে হয়তো দ্রুত সংশোধন হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।