আমাদের কথা খুঁজে নিন

   

চাংদকগুং প্যালেস (কোরিয়ার রাজবাড়ী)

গলাবাজ আর সত্যিকারের লেখক এই ব্লগে টিকে থাকে, আমি কোনটাই না

গত বছর শীতের শেষে গিয়েছিলাম এখানকার দ্বিতীয় বৃহত্তম রাজবাড়ী দেখতে। সাথে ছিলো আমার প্রিয় বন্ধু সোহাগ (ব্লগ নিক রেটিং)। রাজবাড়ী বলতে আমাদের মনের ভিতর যেরকম ছবি ভেসে ওঠে এটা সেরকম কিছু না, জায়গাটা বেশ বড় তবে ঘরবাড়ীগুলো একটু বিশেষ গড়নের। ১৪০৫ সালে জেসন ডাইনেস্টির সময় রাজা টেইজং এটা তৈরী করেন। জাপানীজ রা ১৫৯২-১৫৯৮ র ভিতর সবগুলো প্যালেস ই ধ্বংস করে দেয়।

পরবর্তীতে ১৬০৮-১৬২৩ র ভিতর রাজা গোয়াংহেগুন পুনরায় প্যালেসটির সংস্কার করেন। ১৯৯৭ সালে ইউনেসকো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ এর অন্তর্ভুক্ত করে। রাজবাড়ীর সদর দরজা। দরবার হল, সম্বর্ধনা কক্ষ। দরবার হলের ভিতরে।

ঘরের চালের কোনায় স্হাপিত মূর্তি। একটি পিলার। আমি আর সোহাগ, রাজবাড়ীর বনে। রাজবাড়ীর ভিতরের আর একটা ছবি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.