আল বিদা
বিয়ে কি, কেন হয়, কিভাবে হয় তা আমরা কমবেশী জানি। একজন তার জীবনসঙ্গী বেছে নেয়ার স্বাধীনতায়ও আমরা বিশ্বাস করি। যেহেতু বিয়ে সামাজিক ও ধর্মীয় অনুশাসনে আবদ্ধ একটি রীতি তাই অনেককিছুই এখানে বিবেচ্য।
এক ধর্মের ছেলেমেয়ের সাথে অন্য ধর্মের ছেলেমেয়ের বিয়ে আমরা প্রায়ই দেখি। এমনকি আমাদের দেশের বেশ কজন সেলিব্রেটিদেরও বিভিন্ন ধর্মের মধ্যে বিয়ে হতে দেখলাম।
তাদের সুখী মুখ আমাদের আশ্বস্ত করে। ব্যাক্তি স্বাধীনতায় আমরা বিয়ের পর ধর্মান্তরিত না হওয়াকেও সমর্থন করি। এপর্যন্ত সবই ঠিক আছে।
এবর আসি তাদের সন্তানদের কথায়। ত্রপা মজুমদার মানব ধর্মে বিশ্বাসী আর শাহরুখপুত্র গায়ত্রী মন্ত্র আর সূরা ফাতিহা দুইই জানে।
আমরা তাদের বিশ্বাসেও বিশ্বাস রাখি।
কেউ নাস্তিক হলে কথা আর বাড়বে না। কিন্তু যারা আস্তিক তাদের সন্তানরা কিভাবে বড় হবে। সাধারনভাবে সবারই একটা ধর্মীয় বিশ্বাস থাকে। দুই ধর্মের বাবা মা হলে তাদের সন্তানরা কোন ধর্ম মেনে চলবে।
আমি মুসলমান কারন আমার আব্বা মুসলমান। দুই ধর্ম পালন করা বা এই ঝামেলায় কোন ধর্মই পালন না করা কোন কাজের কথা না। দুই ধর্মই ঠিক তা হতে পারে না। সন্তানদের কি এমন কনফিউশনে ফেলা ঠিক?
দুই ধর্মের ছেলেমেয়ের বিয়ে এবং বিয়ের পর ধর্মান্তরিত না হওয়া এ ব্যাপারে আপনার কি মতামত?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।