আমাদের কথা খুঁজে নিন

   

বিরাজনীতিকরনের দুস্ট চক্রে বাংলাদেশ

নিউক্লিয়ার সন্ত্রাস মুক্ত বিশ্ব চাই

সৈয়দ মুজতবা আলীর বই বিষয়ক চক্রের কথা মনে আছে? "বই এর দাম বেশী বলে পাঠকরা বই কেনে না আর বই বেশি বিক্রি হয় না বলে প্রকাশকরা বই এর দাম কমাতে পারে না"। এরকম আরো দুর্ভেদ্য চক্র আছে যেমন - বাংলাদেশের রাজনীতি। এই চক্রের একটা শক্তিশালী দিক হচ্ছে মিডিয়া। বুঝেশুনে উদ্যেশ্ব-প্রনদিত ভাবেই হোক আর কাটতি বাড়ানোর জন্যই হোক আমাদের মিডিয়া রাজনীতির খারাপ দিকগুলি, কিছু কুলাঙ্গার রাজনীতিবিদের অপকর্মগুলি অতিরঞ্জিত করে প্রচার করে। ফলে রাজনীতির ব্যাপারে মানুষের মাঝে খারাপ ধারনা তৈরী হয় - মানুষ রাজনীতি বিমুখ হয়ে পড়ে - রাজনৈতির ময়দানে তৈরী হয় শুন্যতা - সেই শুন্যতা পুরন করে তুলনামুলকভাবে খারাপ মানুশেরা - ফলে রাজনীতির পরিবেশ আরো খারাপ হয় - রাজনীতিতে আরো খারাপ ঘটনা ঘটে যেটা মিডিয়াতে আরো অতিরঞ্জিত হয়ে প্রচারিত হয় - আরো বেশী সংখ্যক ভালমানুষ রাজনীতি বিমুখ হয়ে পরে - তৈরী হয় আরো বড় শুন্যতা যা পুরনের জন্য আসমান থেকে ফেরেশতা নেমে আসে না বরং আরো খারাপ মানুষেরাই সেই শুন্যতা পুরণ করে - শুরু হয় খারাপের নতুন চক্র।

এভাবেই ক্রমান্ময়ে খাপ থেকে আরো বেশী খারাপের দিকে ধাবিত হচ্ছে আমাদের রাজনীতি। বর্তমান গোলমেলে সরকারও এই চক্রকেই গতিশীল করার কাজ করছে। একদিকে প্রতিস্ঠিত রাজনীতিবিদদের রাজনীতি থেকে সরিয়ে দেয়ার ব্যাবস্থা করা হচ্ছে অন্য দিকে রাজনীতির ব্যাপারে চলছে ব্যাপক নেগেটিভ প্রচারনা। যৌথবাহিনীর ইন্টারোগেশন সেলে রাজনীতি বিদদের কাছথেকে বক্তব্য আদায় করে তা সিডি বানিয়ে বিতরণ করা হয়েছে- দেশের সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় ফলাও করে প্রচার করা হয়েছে। মানুশকে বিশ্বাস করান হচ্ছে যে রাজনীতি মানেই ভয়ংকর খারাপ কিছু।

তাহলে প্রতিস্ঠিত রাজনিতীবিদদের সরিয়ে যে শুন্যতা তৈরী করা হচ্ছে সেটা পুরন হবে কিভাবে? ঐরকম ভয়াবহ প্রচারনার পর কোন ভাল মানুষ, কোন ভদ্র ঘরের সন্তান কি রাজনিতীতে আসবে? তাহলে কি হবে? - বর্তমানের চেয়েও খারাপ মানুষেরা যাদের মধ্যে দেশপ্রেম-সততা-ন্যায় পরায়নতা-দেশের জনগন ও স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি কমিটমেন্ট সবকিছুই বর্তমান রাজনীতি বিদদের চেয়ে অনেক কম তারাই এই শুন্যস্থান পুরোন করবে - গঠিত হবে হামিদ কারজাই বা নুরী আল মালিকির মত সরকার - আর আমরা স্থায়ীভাবে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে পরব। বাঁচার উপায় কি? না, কোন সহজ উপায় নেই। তবে একটা কঠিন উপায় আছে - উল্লেখিত দুস্ট চক্রের বিপরিতে একটি শিস্ট চক্র চালু করা। সেই চক্রের সুচনা হবে কিছু ভাল মানুষের রাজনীতিতে অংশগ্রহন এবং মিডিয়ায় সৎ দেশপ্রমিক জনদরদী রাজনীতিবিদদের হাইলাইট করার মাধ্যমে। কিছু ভাল-দেশপ্রেমিক-জনদরদী-সৎ মানুষ রাজনীতিতে আসলে কিছু খারাপ মানুষ রাজনীতি থেকে বেরিয়ে যেতে বাধ্য হবে - রাজনীতির পরিবেশ কিছুটা ভাল হবে - আরো কিছু ভাল মানুষ রাজনীতিতে আসতে উৎসাহিত হবে - রাজনিতীর পরিবেশ আরো ভাল হবে - ফলে আরো বেশী সংখ্যক ভাল ও মেধাবী মানুষ রাজনীতে আসবে।

এই শুভচক্র দীর্ঘদিন চালু রাখতে পারলেই কেবল আমাদের রাজনৈতিক পরিবেশ উন্নত হবে-আমরা আত্বমর্যাদাশীল জাতি হিসেবে দাড়াতে পারব। অন্যথায় পরাশক্তির পদলেহন ছাড়া আমাদের কোন গতি থাকবে না। সুতরাং আমাদের বুঝতে হবে রাজনীতির পরিবেশ খারাপ বলে রাজনিতি থেকে দুরে থাকা কোন সমাধান নয় বরং তা আরো খারাপ মানুষকে রাজনীতিতে আসন গেড়ে বসারা সুযোগ তৈরী করে - যার খতিকর প্রভাব বহন করতে হয় গোটা জাতিকে। ক্যাপ্টেনের ভুলের কারনে জাহাজ ডুবে গেলে শুধু ক্যপ্টেনই নয় বরং জাহাজের সকল যাত্রিকেই ডুবে মরতে হয়। কাজেই এখন থেকে রাজনীতি বিমুখতা পরিহার করে যে যে পজিশনে আছেন সেখান থেকে, যার যে দলের প্রতি সমর্থন আছে তার মাধ্যেমেই রাজনীতিতে নেমে পড়তে হবে - রাজনিতীতে দেশপ্রেম-পরমতসহিষ্ণুতা-ভদ্রতা-দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্বের ব্যাপারে আপসহীনতা-জনমানুষের কল্যানে কর্মতৎপরাতা - ইত্যাদি ভাল গুনের সমাহার ঘটানোর চেস্টা করতে হবে।

মনে রাখতে হবে অন্যকোন রাস্ট্র যেমন আমাদের ভাল করে দিয়ে যাবে না তেমনি সৎ নেতৃত্ব প্রতিস্ঠার জন্য আসমান থেকে কোন ফেরেশতাও নেমে আসবে না। সৎ যোগ্য নেতৃত্ব আমাদের নিজেদেরই তৈরী করে নিতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.