আমাদের কথা খুঁজে নিন

   

স্টার ইন্টারন্যাশনাল মিডিয়ার ইতিহাস

সকলের জন্য উন্মুক্ত এক অনলাইন মিডিয়া সেন্টার

স্টার ইন্টারন্যাশনাল মিডিয়ার ইতিকথা সর্বপ্রথম স্টার ইন্টারন্যাশনাল মিডিয়ার আইডিয়া মাথায় আসে শুধুমাত্র সামহোয়্যার ইন ব্লগের কথা ভেবেই। ভেবেছিলাম ব্লগে বিনোদনের একটি প্রিয় উপাদান হিসেবে প্রসিদ্ধ হবে এই কোম্পানী। কিন্তু নানা সমস্যা ও বহুমুখী জটিলতার কারণে তা আর সম্ভব হয়ে উঠেনি। কিন্তু আমাদের প্রচেষ্টা সর্বদাই অব্যাহত ছিল। ১৬ ই ডিসেম্বর প্রথম আলোর কম্পিউটার প্রতিদিন পাতায় বিজ্ঞপ্তি আকারে স্টার ইন্টারন্যাশনাল মিডিয়ার কথা বের হয়।

সেখান থেকেই আমাদের পরিচিতি। বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম হাতে নিলেও শুধুমাত্র বাংলা ফন্টের জন্য আমাদেরকে বারবার থমকে যেতে হয়েছে। আমরা এগোতে পারিনি, শুধু বাংলা ফন্টের সমস্যার কারণে। বাংলাদেশের অধিকাংশ মানুষই ইন্টারনেট ব্যবহার করে সাইবার ক্যাফে থেকে। আপনারা জানেন সাইবার ক্যাফেতে সাধারণতঃ ইউনিকোডভিত্তিক বাংলা ফন্ট ইন্সটল করা থাকে না।

তাই একটি বড় সংখ্যক ইউজার লসের বিষয় নিয়ে আমরা খুবই চিন্তিত ছিলাম। পরবর্তীতে আমাদের সকল কার্যক্রম ইংরেজীতে রূপান্তরের চেষ্টা করেছিলাম। কিন্তু ইংরেজীতে আমাদের প্রচুর প্রতিদ্বন্দী থাকায় আমরা তেমন একটা ভাল করতে পারিনি। আমাদের কার্যক্রম আবারো থমকে গেছে। বেশ কিছু মানুষ আমাদেরকে পরামর্শ দিলো সকল কার্যক্রম পুনরায় বাংলায় ফিরিয়ে নিতে।

এতে করে আমাদের কার্যক্রম আরো ইউজার-ফ্রেন্ডলি হবে। আমরা তা করলাম। কিন্তু ফন্টের কারণে যথারীতি একটি বড় সংখ্যক ব্যবহারকারী থেকে আমরা বঞ্চিত হলাম। আমাদের কিছুই করার ছিল না। এ কারণেই সামহোয়্যার ইন ব্লগের এই ব্লগ থেকে দুই তিন মাস পর পর এক একটি পোস্ট প্রকাশিত হত।

মাঝখানে একদিন হঠাৎই আমরা আমাদের কার্যক্রমকে সামহোয়্যার ইন ব্লগের বাইরেও নিয়ে যেতে চাইলাম। আমরা প্রচুর সময় ও পরিকল্পনা নিয়ে তৈরী করলাম স্টার ইন্টারন্যাশনাল মিডিয়া প্রকাশনা কেন্দ্রের। আমাদের লক্ষ্য ছিল ঐ সব লেখকদের যারা অর্থের অভাবে কিংবা ইন্টারনেট ব্যবহারে অনভ্যস্ত বলে নিজের লেখা প্রকাশ করতে পারেন না। আমরা আমাদের প্রচারণা শুরু করি এবং বেশ কিছু লেখা আমাদের অফিসে এসে পৌঁছে। আপনারা নিশ্চয়ই জানেন সেই প্রকাশনা কেন্দ্রও যথারীতি বন্ধ হয়ে গিয়েছিল।

মূলতঃ স্টার ইন্টারন্যাশনাল মিডিয়ার প্রকাশনা কেন্দ্র এখন আরো জোরেসোরে চলমান রয়েছে। কিন্তু অনেকেই তা জানেন না। পরবর্তীতে স্টার ইন্টারন্যাশনাল মিডিয়া প্রকাশনা কেন্দ্রের সকল কার্যক্রম নিয়ে আমরা তৈরী করলাম অনলাইন বাংলা সাহিত্য, সংবাদ ও বিনোদনধর্মী পত্রিকা, বিবর্তন। তৈরী করলাম বললে ভুল হবে, বিবর্তন আগে থেকেই চলমান একটি পত্রিকা ছিল। কিন্তু ব্যবস্থাপনার অভাবে স্টার ইন্টারন্যাশনাল মিডিয়ার মতই ঐ ম্যাগাজিনও একসময় বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে স্টার ইন্টারন্যাশনাল মিডিয়ার প্রকাশনা কেন্দ্রের হাতে তুলে দেয়া হয় বিবর্তনের সকল দায়-দায়িত্ব। আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেননা। সবার জ্ঞাতার্থেই বলছি, স্টার ইন্টারন্যাশনাল মিডিয়ার প্রতিষ্ঠাতাই বিবর্তনের নির্বাহী সম্পাদক, আমিনুল ইসলাম। বর্তমানে স্টার ইন্টারন্যাশনাল মিডিয়া সব কিছু ছেড়ে আবার পূর্বের অবস্থায় ফিরে আসছে স্টার ইন্টারন্যাশনাল মিডিয়া। আবারো নিজেদেরকে সীমাবদ্ধ করে নিচ্ছে সামহোয়্যার ইন ব্লগের মধ্যে।

আমরা বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছি। স্বীকার করব এগুলোর কোনটাই মহৎ কিছু নয়। শুধুমাত্র ব্লগ-বিনোদনের উদ্দেশ্যেই এখন থেকে সামহোয়্যার ইন ব্লগের সকল কার্যক্রম পরিচালিত হবে। এক্ষেত্রে গঠনমূলক ও যুক্তিসঙ্গত পরামর্শ অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। সবাই মতামত ও পরামর্শ প্রদানে আমন্ত্রিত।

শুভ সন্ধ্যা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.