আমাদের কথা খুঁজে নিন

   

ডেইলি স্টার এর স্টার ক্যাম্পাস..অদ্ভুত টপিক নিয়ে মূল প্রতিবেদন.....।..BRACU এর অর্জন 5 page নিয়ে.....।BUET এর অর্জন হা্ওয়া...........!!!!!!!

প্রথমেই বলে রাখি এটা কোন পাবলিক প্রাইভেট ক্যাচাল নয়। বা কাউকে ছোট করতে ও এই পোস্ট নয়। একটি দৃষ্টিকটু ব্যাপার নিয়ে কথা বলতেই লিখছি.......। ভুল কিছু বললে অবশ্যই লজিকেল কমেন্ট এর মাধ্যমে জানাবেন... ডেইলি স্টার এর এই "স্টার ক্যাম্পাস" টি দেখুন........। Click This Link মেয়েদের বিয়ে হলে কি কি সমস্যা হতে পারে এটিই তাদের মূল প্রতিবেদন।

তার আগের সপ্তাহেরটি দেখুন Click This Link Click This Link মূল প্রতিবেদন গরম এ আপনি কি পোশাক পড়বেন যদি ও আমি কনফিউজড এই ধরনের পোশাক পড়ে বাংলাদেশ এর কত শতাংশ মেয়ে ক্যাম্পাস এ যায়। (যায়না তা বলছিনা) আপনি কি পরলে আপনাকে দেখতে আরো হ্যান্ডসাম লাগবে এটা নিয়েই এই প্রতিবেদনটির মাথাব্যাথা........। অথচ এর মাঝেই কিন্তু দেখুন বুয়েট এর এই আবিস্কারটি ঘটে গেছে। বুয়েটের মাহদী, নোমান ও রাশেদ এক নতুন ধরনের ‘অ্যানটেনা ডিজাইন তত্ত্ব’ উদ্ভাবন করেছেন। Click This Link বুয়েট থেকে তাঁরা পেলেন থিসিস গ্রুপের বেস্ট অ্যাওয়ার্ড এবং প্রগ্রেস ইন ইলেকট্রোম্যাগনেটিক রিসার্চ লেটার্স (পিআইইআর লেটার) শীর্ষক জার্নালে প্রকাশিত হয় তাঁদের এই তত্ত্ব।

কিন্তু এটা নিয়ে "স্টার ক্যাম্পাস" এর কোনো সাড়াশব্দই পেলাম না..... গরমে কি পরবেন বিয়ের পর কি করবেন এসব এর চেয়ে ক্যাম্পাস ম্যাগাজিন হিসেবে বুয়েট এর এই খবরটি বেশি গুরুত্ব পা্ওয়া উচিত নয় কি?????????????? তবে হয়না তা কিন্তু না........ BRAC University এর চন্দ্রবোট নিয়ে তারা ৫ পৃষ্ঠা মূল প্রতিবেদন করেছে....... Click This Link তাহলে বুয়েট এরটি আসতে সমস্যা কোথায়....... নাকি সেটি ক্যাম্পাস রিলেটেড কিছু নয়..... তুলনা করা ঠিক না.....কিন্তু আমি যতটুকু বুঝি "অ্যানটেনা ডিজাইন তত্ত্ব" যেটি নিয়ে কথা হচ্ছে এটি দেশের জন্য অসাধারন একটি ব্যাপার... নাকি এখানে টাকা দিয়ে প্রতিবেদন ছাপাতে হয়.......। আমি জানিনা.....। এসব আজেবাজে জিনিস কি করে ক্যাম্পাস বিষয়ক একটা ম্যাগাজিন এর কাভার ফিচার হয় তাতেই আমি বিরক্ত......। বুয়েট এর স্টুডেন্টদের এই বিষয়ে কি বলার আছে তাও জানার ইচ্ছে থেকেই এই পোস্ট ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.