গ্যারেথ বেলকে কিনতে কেন ওজিলকে বিক্রি করা হবে এই নিয়ে রিয়াল সমর্থকদের আলোচনা তুঙ্গে। কিন্তু মেসুত ওজিলের রিয়াল মাদ্রিদ ছাড়ার আসল কারণ নাকি অন্য।
ফুটবল মাঠে পরিশ্রমের ক্লান্তি নয়। বরং ওজিল ক্লান্ত নাকি সুন্দরীদের সঙ্গে সময় কাটিয়ে।
২৪ বছর বয়সি জার্মান ফুটবলার সুন্দরীদের আকর্ষণে এতটাই নাকি মজে ছিলেন যে বাধ্য হয়েই রিয়াল মাদ্রিদ তাঁকে ছেড়ে দেওয়ার আগে সতর্কও করেছিল।
কিন্তু তাতেও কোনও লাভ না হওয়ায় চরম সিদ্ধান্তটা নিয়েই ফেলেন রিয়াল কর্তারা। এমনটাই দাবি স্প্যানিশ মিডিয়ার।
জার্মান মিডফিল্ডারের আকর্ষণের কেন্দ্রে ছিলেন নাকি প্রাক্তন মিস ভেনেজুয়েলা আইদা ইয়েসপিকা। ৩১ বছর বয়সি মডেলের সঙ্গে সময় কাটাতে সুযোগ পেলেই ওজিল উড়ে যেতেন মিলান আর প্যারিসের হোটেলে।
ওজিলের নতুন বান্ধবী ম্যানি ক্যাপরিস্টো যদিও প্রেমিকের এই দুষ্টুমি জানেন কি না পরিষ্কার নয়।
স্প্যানিশ মিডিয়ার একটি অংশের দাবি, তাঁর জার্মান পপ তারকা বান্ধবী ম্যানি নাকি প্রেমিকের কাছাকাছি থাকতে ইংল্যান্ডেই চলে আসতে চান। ওজিলকে চোখে চোখে রাখতে চান বলে এই সিদ্ধান্ত ম্যানির।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।