ক্ষেপাইতে চাইলে akayes@yahoo.com মেইল করেন :)
দৈনিক ইত্তেফাক আজ ইন্টান্যাশনাল ডাটা কর্পোরেশনের বরাত দিয়ে তথ্য প্রযুক্তির পাতায় রিপোর্ট ছেপেছে - দেখতে ক্লিক করুন-
Click This Link
আনন্দের বিষয় হল বাংলাদেশে কম্পিউটার ব্যাবহারকারীর সংখ্যা দ্রুত গতিতে বেড়ে চলেছে। এ হার অব্যহত থাকলে আগামী কয়েক বছরে আমাদের কম্পিউটার ব্যবহারের পরিমান বেশ ভাল আবস্থানে চলে আসবে। আমাদের দেশে কম্পিউটার ব্যবহারকারী সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ার প্রধান উল্লেখযোগ্য কারণ হচ্ছে অপারেটিং সিস্টেমসহ অনুসাঙ্গিক সফটওয়ার সহজ লভ্যতা। আমাদের দেশে যদি ত্রিশ হাজার টাকায় একটি কম্পিউটার কেনার পর আরো পনের-বিশ হাজার টাকা দিয়ে অপারেটিং সিস্টেমসহ অনুসাঙ্গিক সফটওয়ার কেনা লাগত তবে ব্যাবহারকারীর সংখ্যা বর্তমানের অর্ধেক থাকতো বলে আমি মনে করি কারণ অনেকেরই হয়তো পচিশ-ত্রিশ হাজার টাকা দিয়ে কম্পিউটার কেনার সামর্থ থাকলে সাথে অপারেটিং সিস্টেমসহ অনুসাঙ্গিক সফটওয়ার কেনাটা দূরুহ ব্যাপার হত। আমাদের অর্থনৈতিক অবস্থা চিন্তা করে সরকারের উচিত বিদেশী সফটওয়ারের ব্যাপারে কিছু না জানার ভান করে থাকা আর আমার মতামত হচ্ছে- বেশি করে বিদেশী পাইরেটেডে সফটওয়ার কিনুন, দেশের টাকা দেশেই রাখুন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।