সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু
দুর্দান্ত এক ফুটবল দেখল আজ সারা বিশ্ব । ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপের
ফাইনালে চমৎকার ক্রীড়াশৈলী উপহার দিয়েছে দুইদল ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি ।
প্রথমাধ্য ১-১ গোলে শেষ হলে খেলা অতিরিক্ত সময়ে গড়ায় । তাতেও ফলাফল না আসলে তা ট্রাইব্রেকারে শেষ হয় ।
পুরা টুর্নামেন্টে ভাল খেলা, বেশী গোল করা সময়ের সেরা তারকা ক্রিষ্টয়ানো রোনাল্ড যখন শর্ট মিস করেন ।
তখন ভাবছিলাম আজ যদি ম্যান ইউ হেরে যায় তবে রোনাল্ডোর জন্য তা হবে আত্নহত্যার মত এবং ম্যান ইউর ইতিহাসে খলনায়ক হয়ে থাকবে আজীবন।
চেলসির ৭ম বলটি ফিরিয়ে দিয়ে ম্যান ইউ'র গোলকিপার যেমনি নিজে নায়ক হলেন তেমনি রক্ষা করলেন রোনাল্ডোকে ।
ব্রাভো ম্যান ইউ .....।
বিঃদ্রঃ জ্বিনের বাদশা ,প্রত্যুৎ দা ,ফারহান দাউদ দের খবর নাই । মোহামেদান ওয়ালারা সব পালাইছে
কৌশিক, রাশেদ ,এস্কিমো ,চিকনমিয়া ,মাহবুবসুমন বিষাক্ত মানুষ সহ আরো যারা ম্যান ইউ ও আবাহনীকে সাপোর্ট করছেন সবাইকে মিস্টির দাওয়াত ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।