আপাতত ঘুরপাক খাচ্ছি! রিনা! স্পষ্টতই তোমার আমার সম্পর্কটা এরকম যে মাঝেমাঝে ম্যাকগাইভারের যন্ত্র খুলে স্ক্রু সঠিকভাবে স্থাপন করতে হয় এরকম যান্ত্রিক সম্পর্কের ক্ষেত্রে বিরতিহীন চলাটা এক মহা ফ্যাসাদ চাকা পাংচার, তেল, মবিল, গিয়ার ব্রেক নতুন পার্টস সংযোজন সব মিলিয়ে ঝক্কির কাজ। তাই সহজ একটা প্রক্রিয়ার কথা বলছি এখানে নদীর ধারে আসো, মাদুর পেতে বসো চোখ মেলো, চেয়ে দেখো অবাধ নীল দিগন্ত, বিস্তীর্ণ গোধূলী। সুদূর গঙ্গোত্রী হতে ভেসে আসা ছলছল নদীর জলের সাথে কথা বলো কেননা এই জলের প্রতিটি বিন্দু পাহাড় চড়াই উৎরাই পেরিয়ে আসা লোক বসতির দুঃখ সুখের গল্প জানে। একবার চোখ বন্ধ করে দেখো তোমার চুলে বিলি কেটে দিচ্ছি আমি থেমে থেমে বুনো হাওয়া ঢুকে পড়ছে তোমার চুলের অন্দরমহলে চুরি করছে তোমার ব্যক্তিগত গোপনীয়তা প্রতিরোধ হিসেবে তারা ছন্নছাড়া হয়ে উড়ছে তুমি উড়ছো এক উন্মুক্ত বিহঙ্গের মত। রিনা! একবার ভাবো তুমি আমি বিহঙ্গের মত উড়ছি ফিরছি নদীর উৎসপানে যেখানে তোমার আমার সম্পর্কের নব সূচনা। যে সম্পর্ক এই নদী এবং এর আদি পিতা হিমালয়কে সাক্ষী রেখে সৃষ্টি ঐ আকাশ এই বাতাসকে সাক্ষী রেখে সৃষ্টি। ছবিঃ নিজস্ব এ্যালবাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।