আমাদের কথা খুঁজে নিন

   

অকবিতা-১



আজ কি যে হলো, সারি সারি অন্ব্ধকারে, তোমাদের নিলজ্জ উঁকি ঝুকি। আর পথ থেকে পথে , শুধু কালচে সবুজের ভালবাসা - খয়েরি রঙ্গের ভালবাসা গুলো আমায় এলো মেলো করে চেয়ে থাকি, নিস্তব্ধ, বধির আমি; যেন উড়ে যেতে থাকি দিগন্তে থেকে দিগন্তে। ভাল লাগা টুকু বেয়ে পরে চোখের কার্নিশ থেকে, হ্ণৎপিন্ডের নালা পেরিয়ে; ঠিক নখের বেড়া পর্যন্ত। এক বাঁক দু বাঁক... হঠাৎ... অসুস্থ রঙ্গের সেই আলোর প্রবেশ। পুনশ্চ: কবিতার কোন নাম দিতে পারিনি।তাই অকবিতা বলে আখ্যায়িত করলাম। যদি নাম বিহীন কারো নাম, অনামিকা হয়, তবে নাম বিহীন কবিতা কেন অকবিতা হতে পারবে না, তাই না

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.