আমাদের কথা খুঁজে নিন

   

আমার সপ্নে পাওয়া আলু সর্ম্মধনা

একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার

বিকট শব্দে চমকে উঠি। সবাই হৈ চৈ করছে। একটু পরেই বুঝলাম তেমন কিছুই হয়নি আমি যে বাসে করে যাচ্ছিলাম সেটার চাকাটা পাংচার হয়ে গেছে। তারই আওয়াজ হয়েছে। ইদানিং শুধু ঘুম আসে।

শুধু সপ্ন দেখি। সপ্ন নয় যেন দুঃসপ্ন। কি অদ্ভুত সপ্ন দেখি আমি। আমার মাথাটা নষ্ট হয়ে গেছে। চারিদিকে আলুর এত ক্যাম্পেইন দেখে আমার মাথা উত্তপ্ত।

বাসে উঠলেই ঝিমাতে থাকি। চাকা পাংচারের শব্দে আমার সপ্নটি ভেঙ্গে গেল। আমি যে সপ্ন দেখছিলাম সেটা আপনাদের বলি। আমি দেখলাম আমাকে সর্ম্মধনা দেয়া হলো। আমার হাতে ক্রেষ্ট তুলে দিলেন এক ব্যাক্তি।

আরে উনি তো সেই, যে কিনা বাংলাদেশের সবাইকে আলু চাষে উদ্বুদ্ধ করেছেন। যার জন্য আজকে এই আমার গবেষনা। যাকে দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছিলাম। তার সাথে হ্যান্ডশেক করে ক্রেষ্টটি নিলাম। আমার মনটা ভাল হয়ে গেল।

চারিদিকে পিনপতন নিরবতা। এই মুহুর্তে লাউড স্পিকারে ঘোষনা হচ্ছে, দেশের বরেন্য উদ্ভিদ বিজ্ঞানী ওমুক এখন আমাদের সামনে বর্ণনা করবেন তিনি কিভাবে এই অসাধ্য সাধন করলেন। কেউ একজন আমাকে খোঁচা দিয়ে বলল, আরে বসে আছেন কেন শুনছেন না আপনাকে ভাষন দিতে ডাকছে। ভারী চশমাটা নাকের উপর ঠেলে দিয়ে বললাম, ও তাইতো। দ্রুত পায়ে গিয়ে দাঁড়ালাম মাইক্রোফনের সামনে।

চারিদিকে অনবরত ক্যামেরার ফ্লাশে আমার চোখ ধাধিয়ে গেল। দেখলাম হাজার হাজার মানুষ বসে আছে আমার কথা শোনার জন্য। আমি বলতে শুরু করলাম ......... যখন দেখলাম চারিদিকে মানুষের খাদ্য নিয়ে হাহাকার। তখন আমি আর চুপ করে বসে থাকতে পারলাম না। ভাবলাম কিভাবে আলুর উৎপাদন বাড়ানো যায়।

কিন্তু আমাদের জমি তো লিমিটেড। সুতরাং আমাকে এমন কিছু একটা উদ্ভাবন করতে হবে যার ফলে দ্বিগুন হয় আলুর উৎপাদন। তাই মাটির নিচে আলুর হওয়ার পাশাপাশি মাটির উপরের গাছে কিভাবে আলু উৎপাদন করা যায় সেই প্রক্রিয়া আবিষ্কার করে ফেললাম। মূলতঃ আমার উদ্ভাবিত আল,ু ধান গাছেই হবে। এটি হবে কলমের মাধ্যমে।

ধানের গাছের শিকরে আলু হবে আবার শীষে ধানের পাশে আলুও ধরবে। এমন সময় একজন সাংবাদিক বলে উঠলো, আপনি এত কিছু ছেড়ে এই আলুর গবেষনায় নামলেন কেন? আমি তাকে আশ্বস্ত করে আবারো বলতে শুরু করলাম.......... আমি উৎসাহিত হয়েছি মঞ্চে উপবিষ্ট ঐ ব্যাক্তিটিকে দেখে। উনি যে কত কষ্ট করে আজ বাংলাদেশকে আলুতে সয়ংসম্পূর্ণ করে তুলেছেন। আসলে উনি মহান, উনি দেবতুল্য। একথা বলার সাথে সাথে উনি দৌড়ে আসলেন, আমাকে কোলে তুলে নিয়ে নাচতে থাকলেন।

নাচতে নাচতে পাগলের মত হয়ে গেলেন। আমি মেঝেতে পড়ে গেলাম। এইসময়ে চাকা পাংচারের শব্দে আমার ঘুম ভেঙ্গে গেল। আমার মাথাটা ব্যথা করছে। আর কিছু মনে করতে পারছিনা আমি।

এখন চোখে শুধু আলু দেখি। সবকিছু আলু আলু লাগে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।