আমরত্বের প্রত্যাশা নেই , নেই কোন দাবি দাওয়া.....!
আমার প্রধম নিউজ ছাপে প্রথম আলোর আলোকিত সিলেট নামে একটি পাতা বের হতো এক সময় সেখানে। ২০০৩ সালের ফেব্রুয়ারিতে।
সেখানে ডাবল কলাম বাইনেইম নিউজ।
প্রথম ফিচারও ছাপা হয় প্রথম আলোতে।
যায়ায়াদিনে প্রথম নিউজ ছাপা হয় দৈনিক যায়ায়াদিনের দ্বিতীয় দিন অর্থাৎ ২০০৬ সালের ৭ জুন।
দ্বিতীয় পৃষ্ঠায় সিঙ্গেল কলাম।
নিউজের জন্য প্রথম ঝারি বা হুমকি পাই যাযায়দিনে প্রকাশিত একটি নিউজের জন্য ২০০৬ সালে ২০ সেপ্টেম্বর ।
যায়ায়াদিনে প্রথম বাইনেইম নিউজ ছাপা হয় ১৬ জুন, ২০০৬ ।
আমি প্রথম যে পত্রিকা অফিসে যাই সেটা হচ্ছে প্রথম আলো , ২০০৩ সালে।
প্রথম যে সম্পাদকের সাথে কথা বলি তিনি হচ্ছেন মতিউর রহমান , প্রথম আলো।
আর কি কি বিষয় সাংবাদিকতার প্রথম বিষয় হতে পারে এই মুহুর্তে মনে করতে পারছিনা।
কারও মনে হলে শেয়ার করতে পারেন।
অতি সখের সাংবাদিকতা
চলবে.............................................................................................
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।