আমাদের কথা খুঁজে নিন

   

প্রান্তিকতা খুঁজতে এত দূরে যাবার দরকার নাই

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

এইকালে কি বেচনা যায়না সেইটা নিয়া গবেষণা হইতে পারে, কিন্তু কি কি বেচন যায় তার তালিকা করতে গেলে উইকিপিডিয়াও কম পইরা যাইব। সাম্প্রতিক কালে নতুন মোড়কে পুরাতন মদের নাম প্রান্তিকতা, মাইগ্রেশন ইত্যাদি। আমাদের সব সমাজকর্মী ফটোগ্রাফার লেখক কবি নাট্যকার নৃবিজ্ঞানী উন্নয়নবাদীরা প্রান্তিকতা খোঁজনের জন্য...শরণখোলা থেইক্কা লন্ডন পর্যন্ত দাবড়াইয়া বেড়াইতাসে। কিন্তু ঘরের গল্প তাগো চোখে পড়ে না। ছবির শূণ্য স্থানটাতে একটা পুরা সরগরম জনবসতি ছিল। তিন দিনে এইটা হাওয়া হয়ে গেছে। আর আমরা প্রান্তিকতা খুঁজতে ফকরুর শিশ্ন আর লিংক যোণীগো কাছে স্পন্সরের জন্য বইসা আছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.