লেখার মান যাই হউক সব কিন্তু লেখকের নিজস্ব সম্পত্তি
একদিন ইচ্ছে করেই রোদে রোদে
ঘুরে ঘুরে দেখবো তোমায় সূর্যমুখী
সূর্য তখন লাজুক পুরুষ, একলা তুমি গহীন নারী
আমায় তুমি সুর শেখাবে?
নাচ
সূর্যমুখী যেমন করে বেণী দোলায়
সারা নগর গ্রাম্য প্রেমিক চেয়ে দেখে প্রেমের পুরাণ
আমায় তুমি তোমার ঘরে
কিংবা ঘরের আরো পরে নিয়ে যাবে?
অষ্টবেলার কষ্টপ্রহর চান্নি কোথায়
জোনাকবেলা
সব পাখিতো সূর্য থেকেই ভালোবাসা ফেরি করে, আমিও যাব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।