ইসলাম ধর্মে বিয়ার ও মদ পান হারাম। এ সমস্ত পানীয়তে এ্যালকোহল থাকার কারনে এটি নিষিদ্ধ করা হয়েছে । বিয়ার ও মদে কতটুকু পরিমান এ্যালকোহল উপস্হিতি থাকলে তা হালাল হিসাবে পান করা যাবে বা আদৌ পান করা যাবে না এ বিষয়ে বিস্বাসীদের মাঝে মতভেদ রয়েছে। কয়েকদিন পূর্বে মুসলীম আলেম সমাজ ও অনুসারীদের মধ্যে প্রচন্ড তর্কের ঝড় বয়ে যায় যখন একজন প্রখ্যাত আলেম মিডিয়াতে বলেছিলেন, যে সকল পানীয়তে ০,৫º %এর কম পরিমান এ্যালকোহল থাকবে সে পানীয় পান করা যাবে। অবশ্য পরবর্তিতে চাপের মুখে তিনি কথাটি অস্বীকার করেন।
যাহোক বাজারে এমন সকল বিয়ার ও মদ পাওয়া যাচ্ছে সেখানে বোতলের গয়ে লেখা থাকে ০ % এ্যালকোহল। এ সকল পানীয় পান করার পর শরীরে কোন নেশা সৃষ্টি করে না। বরং বিয়ার পানে কিডনীর কার্যক্রম সচল থাকে এবং লাল মদ স্বাস্হ্যের জন্য বিশেষ উপকারী। তথ্যগুলো পরীক্ষিত সত্য। হয়তএই দৃষ্টিতে বিচার করে সেদিন জনাব কারযাভী বলেছিলেন মদ ও বিয়ার পান করা যাবে, আর যারা তার কথাটির তাৎপর্য না বুঝে বিরুদ্ধাচরণ করেছেন , আশা করি অচিরেই তাদের শুভবুদ্ধির উদয় হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।