নিজেরে হারায়ে খুজি..... bohurupi.mohajon@gmail.com
আমার অসুখ হওয়া মানে মাছের সর্দি হওয়া তয় কেমতে জানি দুইদিন ধইরা শইলডা বড্ড জ্বালাইতাছে। বিছানা থিকা উঠতে পারি না। বাসায় মানুষ জন বিশ্বাসও করতে চায়না যে আমার শইল খারাপ। কইতেও পারিনা শইল খারাপ। বড়ই শরমের মইদ্দে আছি।
সারাদিন হুইয়া থাইক্যা মেজাজ খারাপ হইয়া জাইতাছে। হের লাই অখন কম্পিউটার খুইলা বইছি। ভইনেরা আর বাইয়েরা আর লাই এট্টু দোয়া কইরেন। জানি তাড়াতাড়ি বদ অসুখটারে ঝাটাইয়া বিদায় কইরা দিতে পারি। তয় আমার নিজস্ব স্ট্র্যাটেজি আছে কেমতে এই বদের বদ অসুখটারে চিৎ কইরা ফালান যায়
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।