আমাদের কথা খুঁজে নিন

   

নব্য ঔপনিবেশিকতা

'... আমাদের আশার কোনো পরকাল নাই'

বিশ্বজুড়ে বৃটেনের উপনিবেশের জামানা খতম হবার পর নানাভাবেই বিশ্ব আধিপত্যবাদের প্রয়াস চলেছে। বিশ্বায়ন ও শিল্পায়নের নামে অর্থনৈতিক ব্যবস্থা ও উৎপাদন প্রক্রিয়ায় একচ্ছত্র দখলদারিত্বে আমাদের দেখা সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিচিতি দুনিয়া জোড়া। বর্তমান প্রেক্ষাপটে বিশ্বকর্তাদের উন্নয়নশীল তকমা লাগানো দেশগুলোর দিকে নজর দিলে নব্য উপনিবেশের আশঙ্কা আঁচ করা যায়। দীর্ঘ সময় ধরে বাইরে থেকে এইসব দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রক্রিয়া নিয়ন্ত্রণের পর এবার সরাসরি দেশের ভেতরে বসেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রক্রিয়ায় রয়েছে সাম্রাজ্যবাদী এই শক্তি। ক্ষমতা একক বা যৌথভাবে দেশগুলোর জনগণ, রাজনীতিক, সামরিক প্রশাসন কারোর হাতেই নেই। তবে ক্ষমতা আছে কোথায়? ক্ষমতা কি তাহলে অ্যাম্বাসিতে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।