চলছি, যেমন চলছে। ইমেইল: lostindrk@gmail.com
সা, ই, এ নতুন এক গ্রুপের জম্ম হলো আজকে। আনওফিসিয়াল এথিক্যল হ্যাকিং। নাম শুনেই নিঃশ্চয় বুঝতে পারছেন কি হবে এর কাজ। হ্যাকিং কি, কিভাবে ক্রেকিং থেকে বাঁচতে হয় বিস্তারিত জানতে এই গ্রুপ খুব সহায়ক হবে বলে মনে করি।
সবরকম প্লাটফর্মেরই অথবা ওপারেটিং সিস্টেমের হ্যাকিং সংক্রান্ত ইস্যুগুলো এই গ্রুপে আলোচনা করা হবে বলে আশা করা যায়।
আপাতত, গ্রুপটি ওপেন নয়। তবে, নিজেকে নিবন্ধনের মাধ্যমে আপনি এই গ্রুপের অংশ হতে পারবেন।
খুব জলদি এই গ্রুপের এডমিন ও মডারেশন প্যানালের কাজ শুরু করা হবে। আগ্রহীরা সত্ত্বর গ্রুপে জয়েন করুন।
আপনাদের মধ্যে যেকেউ হতে পারেন এই গ্রুপের এডমিন অথবা মডারেটর। গ্রুপে জয়েনের জন্য কম্পিউটারে মাস্টার পিস হতে হবে এমন কোন কথা নেই। তবে, আমাদের সংগে থেকে হয়ে গেলে ক্ষতি কি।
সবারে করি আহবান।
http://www.somewhereinblog.net/group/uehacker
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।