আমাদের কথা খুঁজে নিন

   

দুর্নীতিবাজকে নয় দুর্নীতিকে ঘৃণা করুন-- ২য় অংশ



আমি যদি হই সন্ত্রাসী দলের কেউ, আর সেখানে প্রমোশন পেতে চাই, আমাকে অবশ্যই নিষ্ঠুরতার চূড়ান্ত নজির উপস্থাপন করতে হবে। অন্যদিকে আমি যদি চাই দল থেকে বের হয়ে আসতে (উদ্দেশ্য যাই থাকনা কেন), আমাকে মরতে হবে এবং তা করবে আমারি এত দিনের সহকর্মীরা কেননা তখন তাদের নিজেদের অস্তিত্ত ঠিক রাখাই বিবেচ্য। তাই সাধুদের সন্ত্রাসী দলে স্থান নেই। পৃথিবীতে আজ যারা সফলরাষ্ট্র তারা কি সাধু? এক কথায় বলে দেওয়া যায় যাদের হাত অসংখ্য ভিয়েতনামিজ, আফগান, ইরাকী সিভিলীয়ানের রক্তে চোবানো কোন দৃষ্টিতেই তারা সাধু হতে পারে না। তাহলে তাদের নেত্রিত্যে এ সমাজ-ব্যবস্থাও সাধুদের নয়।

এখন আবার প্রশ্ন হল তারা কি সফল? আমরা কি তাদের দলে থাকতে চাই? এবারও এক-কথায় বলে দেওয়া যায় হ্যাঁ, তারা খুব “সফল”। আমরাও তাদের মত “উন্নতি” চাই। শুধু তাই নয়, আমাদের শিক্ষক, বুদ্ধিজিবী, রাজনৈতিক নেতৃবৃন্দ সকল ক্ষেত্রে তাদের মডেল অনুসরন করতে আমাদের পরামর্শ দেন। ঠিক এ অবস্থায় তাদেরই কেউ যদি কথা বাদ দিয়ে কাজ শুরু করেন তিনি হয়ে যান দুর্নীতিবাজ অথবা সুদখোর মহাজন। আমার মত দু-চার জন অর্বাচীন কায়সার হয়ত তাদের সমর্থনে এগিয়ে যায় কিন্তু ঐ বুদ্ধিজিবীর দল ও তাদের সাগরেতগন বাস্তবতাশূণ্য তথাকথিত আদর্শের ঝুড়ি মাথায় চাপাতে দেরি করেন না।

কিছু পশ্চিমা পদলেহনকারী জ্ঞানপাপী ছাড়া অধিকাংশই তাদের নিজেদের অজান্তেই ডাবল স্টান্ডার্ডের ভূমিকায় অবতীর্ণ হন। তারা ভুলে যান জলে বাস করে কুমিড়ের সাথে লড়াই করা যায় না। বাঁচতে হলে হয় কুমিড়ের সাগরেত হতে হবে, নয়ত জলকে কুমিড়ের প্রাধান্যমুক্ত করতে হবে। পৃথিবী একটাই, এখানে বাঁচতে হলে আপনাকে ঐ ইরাকী শিশুটির বুকে গুলি চালাতে হবে। অথবা আবু গারিবে ইরাকী বন্দী-নির্যাতনে আপনাকে সঙ্গ দিতে হবে।

হতে হবে দুর্নীতিবাজ বা সুদখোর মহাজন। আপনি কি প্রস্তুত? আর আপনার উত্তর যদি না হয়, মানুষের অনুভূতির প্রতি যদি আপনার শ্রদ্ধা থাকে; ভালবাসা, আত্তসম্মান, সততা, দেশপ্রেম এসবের প্রতি যদি আপনার বিন্দুমাত্র আগ্রহও অবশিষ্ট থাকে তাহলে প্রত্যাক্ষান করুন এই সমাজ ব্যবস্থাকে। ভুলেও এ সমাজ ব্যবস্থার বাই-প্রডাক্ট দুর্নীতিবাজদের ঘৃনা করবেন না- কেননা এরা শিকার; এবং শুধুই শিকার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।