যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
যাদুগিরী এক ফলন্ত বসনে ভূমিতে দন্ডায়মান
পাতা বাড়ে, কষ - একদম আঠালো কষ
এখানেও আছে সেখানেও আছে হরদম
পাতাকুড়ানীর সাজ ছিড়েকুড়ে খায় অভিমান
এখন জাতের উপরে জাত সত্য
নতুন উপজাতে ব্যতিক্রম সভা
এই হলো নিয়মবিধি আর ডোরাকাটা নকশা
চিবুকে, চুলে ম্রিয়মান ধনুক বেঁকানো পন
যাদুতে যাদুতে সয়লাব দিনকাল
হাতের তালুতে চেরাগ
দুই হাত দূরে দৈত্য হাজির
এনে দে সালা মরার দিনক্ষণ!
এরপরে রক্ষাকবচে দুইজনকে উদ্ধার করিলেন।
তাদের পায়ের নিচে ঘূর্ণীয়মান বৈকাল, তেজস্বী পূর্ণিমার আগমন।
বিলাপ থেকে সুখ নির্মাণের কিছু উপজীব্য দিগন্তে একটা টাওয়ার বানিয়ে দেয়। সেখানে জীবন থেকে বিযুক্ত হারিয়ে যাওয়া দিন।
দে সালা মরার দিনক্ষণ
তোর হাতের নিরিখে যাদুর ভেলকি দেখা
বসনের শাসন খুলে পুরোটাই নগ্ন অন্তসার
যদিও কুঞ্চিত বিরুদ্ধবাদী সংলাপে প্রতিশঙ্কনীয়
বিস্রংসাঙ্গ পুরোবেলা
দুয়েকটা যাদুটাদুতে দুর্ঘোষ কন্ঠস্বর
বলুক ভালবাসি!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।