কেবল সমুদ্র পারে শুষে নিতে সব, যা কিছু বিপ্রতীপ, ভেসে আসে নিদারুণ কষ্টের নীলজলে..
কোন শুভেচ্ছাই পর্যাপ্ত নয়-
অশেষ শুভেচ্ছা বিলানো সেই
অপরূপ হৃদয়ের
অপূর্ব উণ্মেষ দিনে।
কোন ফুলই যথার্থ নয়-
তার শব্দমালার সুষমা ছাড়িয়ে
এতোটুকু অধিক-সুগন্ধী ছড়াতে।
কোন মাল্যই পারেনা ভরাতে
তার সীমাহীন সক্ষমতার
সুধাময় সেই এক
স্বয়ম্ভর সাজি।
আজ তাই-
শুধু মেঘের সীমান্তে পাঠিয়ে দেওয়া যায় এক চিঠি
প্রার্থনা করা যায়-
অতঃপর সেই বৃষ্টিই নামুক অবিরাম
আগামীর অনাগত দিনে-
বহুকাল যত্নে যা সাজিয়েছে একজন-
হাতে নিয়ে অন্যরকম, অপরূপ এক
কবিতার সাজি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।