জ্বলে উঠার অপেক্ষায় নিভু নিভু প্রদীপ।
কেমন আছ তুমি
প্রিয় বাংলাদেশ,
কতদিন দেখিনা তোমায়।
দেখিনা তোমার রুপসী বাংলার বুকে
সবুজের সমারোহ,
শর্ষে ফুলের হলুদ মাঠ
কিংবা শিউলি-সূর্যের ঝিলিমিলি।
দেখিনা ছোটে যাওয়া
রাখাল বালকের ব্যস্ততা।
মাঠে মাঠে ফসলে কুয়াশার ঘ্রাণ
এখনও কি আগের মতই?
এখনও কি ভোরে
মানুষের ঘুম ভাঙ্গে
দোয়েল, শালিকের
কিচিরমিচির মিছিলে?
অযত্নে পড়ে থাকা পুকুরে
এখনও কি ফোটে
সাদা শাপলা ফুল?
এখনও কি ছোটে যায়
কলসী কাঁকে, ঘোমটা পরা
গ্রাম্য বধুটি?
খেটে খাওয়া মানুষের মুখে
এখনও কি আছে
ভাটিয়ালি হাসি।
জানতে ইচ্ছে করে আজ
ভাল আছে কি
বাংলার কৃষক ও পদ্মা নদীর মাঝি।
বিরহ আজ আমার মনে
বিরহ শুধু তুমি,
মেঘ জমেছে
মনের আকাশে,
বৃষ্টি ঝরে আমার চোখের পাতায়
এই পরবাসে বসে।
মনে পরে আজ,
শুধুই মনে পড়ে তোমায়
প্রিয় বাংলাদেশ। ।
১৬/০২/০৭
লন্ডন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।