খবর পড়লাম তারেক জিয়া আবার উকিল নোটিস পাঠিয়েছেন যেন মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্য ফিরিয়ে নেন। এর আগে ২ জানুয়ারী প্রথম নোটিশটি পাঠিয়েছিলেন। তারেক জিয়ার নামে ব্লগে,পেপারে অনেক কুৎসামূলক কথানার্তা দেখি। সামুতেও অনেককে বলেছি দয়া করে কিছু প্রমান দিন,লিন্ক দিন দেখি ভাইয়ে কি, কেমনে, কোথায় দূর্নীতি করেছে। কিন্তু তেমন রেসপন্স পেলাম না।
আমি নিজে এসব প্রপাগান্ডা বিশ্বাস করিনা। সামুর অনেক নতুন ব্লগার যারা 'আও বাও' কম বুঝে তারা ঐ মিথ্যা প্রপাগান্ডাতেই বিস্বাস করে বসে আছে। আমার এই পোস্টা তাদের জন্য। দয়া করে দেখুন মাননীয় প্রধানমন্ত্রী মৈলভীবাজারে উনার স্বভাবসুলভ আচরনে তারেক জিয়ার নামে কি সব আবজাব কথা বলেছেন যা একজন দেশের সর্বোচ্চ পদে নিযুক্ত ব্যাক্তির মুখে মানায় কিনা। আর উনি যদি সত্য বলে থাকেন তাহলে প্রমান দিন,অর ইউ মাস্ট এ্যপোলোজাইয।
নইলে লাত্তি খামু কিন্তু।
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।