আমাদের কথা খুঁজে নিন

   

RAB মামা~

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ
হাত থেকে বিশাল ও ভারী প‌্যাকেটটা নামিয়ে রেখে কলিং বেলে হাত রাখলাম। দরজা খুলেই পিচ্চিটা এক চিৎকার, - আম্মু! মামা এসেছে..... কিরে পাগলা, খবর কি তোর? - আমি তো ভাল। তোমার হাতে ওটা কি? চিংড়িমাছ ধরার যন্ত্র... - সত্যি? নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না। চিংড়ি মাছ এতদিন খেয়েই এসেছে, কিন্তু মামা দেখি চিংড়ি মাছ ধরার আয়োজন করতে যাচ্ছে! প্যাকেটটা খুলতেই আবার চমক! কম্পিউটার?? ওয়াও!! চিংড়ী মাছ ধরার কথা ভুলে গিয়ে কম্পিউটারের কিবোর্ড মাউস নিয়ে টানাটানি শুরু করলো। বেচারার কম্পিউটারটা নষ্ট হয়ে আছে বছর খানেক হলো।

পেন্টিয়াম টু আমলের পিসি.. আর কতদিন চলবে! পড়ালেখা রেখে কম্পিউটার নিয়ে পড়ে থাকে তাই অনেক আব্দার করার পরও নতুন একটা কিনে দিচ্ছিলো না আপু। ভাবলাম লেটেস্ট দেখে একটা কিনে দেই... এখনকার গেম খেলতে তো আবার সুপার কম্পিউটার লাগে.... কম্পিউটার অন করতেই যা দেরী.... পাগলাটা ঝাঁপিয়ে পড়লো সেটার উপরে। আমি অন্য রুমে গেলাম আমার RAB মামাটাকে খুঁজতে। আর্মিদের সাথে আমার কাজ করার খবর জানতে পেয়ে প্রথমদিনই সে ইস্কুলে প্রচার করে দিয়েছিলো, "আমার মামা তো আর্মি হয়ে গিয়েছে!" "তোমার মামা বুঝি মাথায় লোহার টুপি পড়ে বন্দুক নিয়ে ঘুড়ে বেড়ায়?", ক্লাশের একজন চোখ গোল গোল করে জানতে চেয়েছিলো। সম্ভবত মাথায় লোহার টুপি পড়ে ঘুরে বেড়ানো মামার চেহারাটা ভিজ্যুয়ালাইজ করে পছন্দ হচ্ছিলো না।

তাই পরেরদিন আর্মি থেকে আমার প্রমোশন ঘটলো RAB এ। তারপর যাকেই পেয়েছে খুব ভাব নিয়ে বলা শুরু করলো, "জানিস, আমার মামা তো RAB হয়ে গিয়েছে"। এরপর থেকে ক্লাসে কেউ তার সাথে গোলমাল করলেই RAB মামাকে খবর দেয়ার হুমকি দিয়ে ঠান্ডা করে দেয়। RAB মামার বিশাল ক্ষমতাবান একমাত্র ভাগনী... একটু ভাব তো নিবেই! একদিন রাতে হটাৎ কল। ধরতেই খুবই উত্তেজিত কন্ঠ ভেসে এলো।

"মামা, আমাদের বাসায় একটা তেলাপোকা পাওয়া গিয়েছে। তুমি তারাতারি RAB নিয়ে চলে আস। " - "শুধুই RAB? আর্মি লাগবে না?" "ওকে, আর্মিও নিয়ে আসো। ভাইয়া তেলাপোকা দেখে ভয় পেয়েছে। আমি বলেছি RAB এসে তেলাপোকাটাকে ধরে নিয়ে যাবে।

তুমি দেরী করো না, হ্যারি আপ" - "আচ্ছা, আমি জেনারেল মইন কে খবর দিচ্ছি এখুনি.. তুমি ঘুমাতে যাও। রাতে কামান ট্যাংক সব নিয়ে আমরা তেলাপোকাটাকে আক্রমন করবো। " "ঠিক আছে, আমি ভাইয়াকেও ঘুমাতে বলি... " সেই থেকে বাসায় মশা, তেলাপোকা, টিকটিকি হতে শুরু করে যাবতীয় সমস্যার সমাধানে RAB ডাকা শুরু হলো। ক্লাশে তো কেউ ভয়ে কিছু বলারই সাহস পায় না, RAB এসে যদি ধরে নিয়ে যায়! এটা বড়টা থেকে বেশী ট্যালেন্ট হবে। ইসকুলে থার্ড গার্ল।

আমি বলেছি RAB চশমা কিনে দেব। সাথে মাথায় বাঁধার জন্য কালো স্কার্ফ। রুমে গিয়ে দেখি উদ্ভট ভঙ্গিতে ঘুমাচ্ছে। সারপ্রাইজ দেয়া গেল না... আগামী কাল ঘুম থেকে ওঠার পর কেমন চমকে যাবে সেটা ভাবতেই ভাল লাগছে।
 



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।