জন্মোপার থেকে পৃথিবী হয়ে অনন্তে >>> ©www.fazleelahi.com
পূর্বে: Click This Link
আল্লাহ্ মাজায ইবনে আমরের কন্যার গর্ভে ইসমাঈল (আঃ)কে ১২টি পুত্র সন্তান দান করেন, তাদের নাম: (১) নাবেত বা নিয়াবুত, (২) কাইদার (৩) আদবাইল (৪) মোবশাম (৫) মেশমা (৬) দুউমা (৭) মাইশা (৮) হাদদ (৯) তাইমা (১০) ইয়াতুর (১১) নাফিস ও (১২) কাইদমান।
এদের দ্বারা ১২টি গোত্র তৈরী হয় ও শুরুতে মক্কায় বসবাস করে। ইয়েমেন, মিসর ও সিরিয়ায় ব্যবসা ছিল এদের জীবিকার পথ। পরে আরব্য উপদ্বীপে ছড়িয়ে পড়ে এবং শুধু দু'জন ব্যতীত কালের গর্ভে হারিয়ে যায় তাদের ইতিহাস। দু'জন হলেন: নাবেত ও কাইদার।
নাবেত থেকে নাবেতী গোত্র হয় এবং হেজাজের উত্তরাংশে নাবেতীদের সরকার প্রতিষ্ঠিত হয় ও আধিপত্য বিস্তারিত হয় যার রাজধানীর নাম ছিল 'বাতরা'। তাদের পরাজিত করে রোমকরা নিজেদের যুগের প্রবর্তন করে।
কাইদারের গোত্র মক্কায় থাকে এবং পরে তার দু'পুত্র আদনান ও মায়া'দ-এর বংশধারা চালু হয়।
আদনান নবী (সাঃ)-এর ঊনিশতম পূর্ব পুরুষ ছিলেন। নবী (সাঃ) তাঁর বংশধারা বর্ণনার সময় আদনান পর্যন্ত এসে থেমে যেতেন।
কারো কারো মতে আদনান থেকে ইব্রাহীম (আঃ) পর্যন্ত চল্লিশ পুরুষের ব্যবধান।
মায়া'দ থেকে তার এক পুত্র নাযার এবং নাযার থেকে তার চার পুত্র ইয়াদ, আনমার, রবী'আ ও মোদার-এর বংশধারা বিস্তারিত হয়।
এদের মধ্যে রাবি'আ থেকে আসাদ, আনযাহ্, আব্দুল কায়েস ওয়ায়েল, বকর, তাগলাব ও বনু হানিফাসহ বহু গোত্র হয়।
মোদার থেকে দু'টি- কায়স আইনাম ইবনে মোদার ও ইলিয়াস ইবনে মোদার গোত্রদ্বয় বিস্তৃত হয়।
কায়স আইনাম থেকে বনু সুলাইম, বনু হাওয়াজেন, বনু গাতফান।
গাতফান থেকে আরাস, জুবিয়ান, আশজা ও গানি বিন আস্তুর এর বিস্তার।
ইলিয়াস বিন মোদার থেকে তামিম ইবনে মাররা, বুদাইন ইবনে মাদরেকা, বনু আসাদ, ইবনে খোয়ায়মা ও কেনানা ইবনে খোযায়মার বিস্তার এবং কেনানা থেকে কুরাইশ অস্তিত্ব লাভ করে। এরা দেহের ইবনে মালেক, ইবনে নযর ও ইবনে কেনানার বংশধর।
কুরাইশরাও বিভক্ত হয়ে জমেহ, ছাহমা, আদী, মাখজুম, তাইম, কোহরা হয়। তাদের থেকে কুসাই ইবনে কিলাবের পুত্র ছিল- (১) আবদুদ্ দার, (২) আসাদ ইবনে আব্দুল উযযা ও (৩) আবদে মান্নাফ।
আবদে মান্নাফের চার পুত্র- (১) আবদে শামস, (২) নওফেল, (৩) মোত্তালেব ও (৪) হাশেম –এদের থেকে চারটি গোত্র হয়।
হাশেম-এ বংশ থেকে সর্বশেষ নবী মুহাম্মাদ (সাঃ)কে আল্লাহ্ মনোনীত করেন।
রাসূলুল্লাহ্ (সাঃ) বলেন: "আল্লাহ্ তা'আলা ইব্রাহীম (আঃ)-এর বংশধরদের মধ্য থেকে ইসমাঈল (আঃ)কে মনোনীত করেন। এরপর ইসমাঈল (আঃ)-এর বংশধরদের মধ্য থেকে কেনানাকে মনোনীত করেন। কেনানার বংশধরদের থেকে কুরাইশকে মনোনীত করেন।
পরে কুরাইশ বংশধরদের মধ্য থেকে বনু হাশেমকে মনোনীত করেন এবং বনু হাশেম থেকে আমাকে মনোনীত করেন। " [সহীহ মুসলিম: ২য় খণ্ড, পৃ- ২৪৫, তিরিমিযী]
এক নজরে-
=আদনানের বংশ খাদ্য-পানীয়ের সন্ধানে আরবের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে:
=আবদে কায়স, বকর ইবনে ওয়ায়েল কিছু ও বনু তামিম বাহরাইনে...
=বনু হানিফা ইবনে স'ব ইবনে আলী ইবনে বকর ইয়ামামার কেন্দ্রস্থল হেজর-এ…
=বকর ইবনে ওয়ায়েলের বাকীরা ইয়ামামা থেকে বাহরাইন, কাজেমার উপকুল, ইরাকের পাশে ইবরা ও হিয়াত পর্যন্ত...
=বনু তাগলাব ফোরাত এলাকায়...
=বনু সালিম মদীনা, খয়বর ও বনু সোলাইমের দুই পাহাড় পর্যন্ত…
=বনু ছাকিফ তায়েফে...
=বনু হাওয়াজেন মক্কার পূর্বের আওতাস প্রান্তরের মক্কা-বসরা পথের দু'পাশে...
=বনু আসাদ তাইমার পূর্বে ও কুফার পশ্চিমে...
=তাঈ গোত্রের এক পরিবার বনু আসাদ ও তাইমার মাঝামাঝিতে...
=বনু জুবিয়ান তাইমার কাছাকাছি হাওয়ান এলাকায়...
=বনু কেনানার একাংশ তোহামায়...
=বনু কেনানার কুরাইশী পরিবার মক্কা ও তার আশপাশে বিচ্ছিন্নভাবে...
-বসবাস করতো।
কুসাই ইবনে কেলাব কুরাইশদেরকে ঐক্যবদ্ধ করে মর্যাদা, গৌরব ও শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করেন।
পরে: Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।