আমি হিমেল, আমার ব্লগে আপনাকেস্বাগতম।
বছর দুয়েক হবে আমার সোনার বাংলা ছেড়ে আছি তালি (ইতালি) দেওয়া কোন এক দেশে, যেখানে আসার পর মনটা চেয়ে ছিল এক মাস হয়তো বা থাকবো পরে আবার চলে যাব বাংলাদেশে কিন্তু পরে হয়েছে তার বিপরীতটা আসার কয়েক দিন পর আমাদের ভর্তি করা হয়েছে যার যার স্কুলে আব্বু বলেছে এখানেই পড়াশুনা করতে হবে এখানে তো পড়াশুনা খেলাধুলা সবই করছি তবে যাদেরকে অনেক বেশি Miss করছি তারা হলো আমাদের স্কুলের সেই ছেলাটাকে যে প্রতিদিন আমার জাতীয় সংগীত গেয়ে শুনাতো, আমাদের স্কুলের ঝালমুড়ি বিক্রেতা হাসেম চাচাকে আর মনে পরছে আমাদের গ্রামের দুষ্ট ছেলেদেরকে যাদের সাথে গ্রামে গেলে সারাটা দির কাটাতাম।
বন্ধুরা, তোমরা যারা প্রবাসে তারা ও কি Miss করছো আমার মত ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।