পরিবর্তনের জন্য লেখালেখি
স্বাগত জানাই , হে বৈশাখ
এসো , বাজাও এ দুর্দিনে ইস্রাফিলের দুরন্ত শাখ !
অনেক দিনের শুনবো বাঁশী
রইনু বসে সেই না আশে
বাতাসে লাশ , গন্ধ ভাসে
প্রাণের ভিতর অগ্নি হাসি
বাজাও বোশেখ ,বাজাও তোমার ধ্বংসলীলার সুর বিনাশী !
দেখুক এবার বিশ্ববাসী
দ্রোহের আগুন বঞ্চিত জন
প্রান্তিক মুখ , স্কন্ধে মরণ
ভাঙছে আগল সর্বনাশী
বাজাও বোশেখ,বাজাও তোমার ধ্বংসলীলার সুর বিনাশী !
বাজাও ঝাঁঝর , বাজাও কাঁসি
উঠুক নেচে জাহান্নামে
ঊর্ধ,পাতাল , ডাইনে , বামে
দহন বীনায় শ' উর্বশী
বাজাও বোশেখ ,বাজাও তোমার ধ্বংসলীলার সুর বিনাশী !
জাগিয়ে দাও চেতন দাসী
জাগছে যারা ঘুমের ঘোরে
দেখছে না যম ঘুরছে দোরে
মুখ ও মুখোশ চাইছে ফাঁসী
বাজাও বোশেখ ,বাজাও তোমার ধ্বংসলীলার সুর বিনাশী !
জাগিয়ে দাও , পুড়িয়ে দাও, উড়িয়ে নাও কালো এ ঘুম
মাটির দেহে আগুন জ্বালাও , রক্তে ভিজুক আবার এ ভূম
আমার মাটি আমার মানুষ ধুকছে যখন অন্ধ মোহে
দাও বাজিয়ে অগ্নি বীণা , জয় বাংলা ! দারুন দ্রোহে !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।