সবার ১২ টা বাজাইতে আমি সদাপ্রস্তুত মাগার নিজের টা বাজতে এখনো কিছু বাকি আচে। ওটুকু আর বাজবে না। হা হা হা হা
কাইলকা পয়লা বৈশাখ। আইজকা আমার উনি পোন কইরা কয় কাইলকা ঠিক সকাল ১১ টায় রেডী থাকবা,মানে আমার বাসার নিচে আইসা খারাইবা। একলগে রমনায় যামু।
আমার ত কি মজা আহা।
হেদিন গালি ডিয়া আইজকা কি মধুর কথা কয়। মাগার আমার পকেটের অবস্হা বেশী ভালা না। কেমতে কি? ইংগিতে বোযায়া দিলাম। কইল খরচের বেপারটা হে দেখব।
কি খুশী আহা।
অখন জাউগগা যা কইতে আইচিলাম, তা হইল কাইল কি করমু?
পরথমে রমনা যামু।
তারপর উত্তরা যামু হের বাসায়। হেরে নামায়া দিয়া বাড়িতে আইসা ঝিমামু।
কি মজা.........।
জয়তু পয়লা বৈশাখ...............
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।