আমাদের কথা খুঁজে নিন

   

এই বৈশাখে (পহেলা বৈশাখী কবিতা)

http://profiles.google.com/mshahriar

বৈশাখী রোদে আবার বেজেছে রঙিন কাঁচের চূড়ি দখিনা বাতাসে আজ ওড়াবো আমার মন ঘুড়ি ৷ বাসন্তী রঙ শাড়ির ভীরে আজ আবার হারাবো কৃষ্ণচূড়ার লাল আগুনে মন আবার পোড়াব ৷ আজ নাচবো আজ গাইবো আজ মাতবো প্রাণ খুলে আজ নাচাবো আজ গাওয়াবো আজ মাতাবো সব ভুলে ৷ আজ অনেক দিনের পরে হবে আবার সমর্পন মন ঘুড়িটায় থাকবে ভরে লাজুক শিহরণ ৷ আজ মন বাঁশরীর সুরে সুরে ভুবন মাতাবো যাদুর কাঁঠির ছোঁয়ায় আজ তোমায় জাগাবো ৷ তুমি হাসবে তুমি ফাঁসবে তুমি আমায় জড়াবে তুমি দুষ্টু চোখের চাহনীতে আমায় ভরাবে ৷ আজ বৈশাখের রঙের মেলায় আমার নিমন্ত্রণ আজ ধন্য বড় ধন্য আমার ক্ষুদ্র তুচ্ছ জীবন ৷ (সবাইকে বৈশাখী শুভেচ্ছা)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।