বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে
মনখারাপেরা আজ বেধেছে বাসা মনে
জ্বালিয়ে দিচ্ছে অনুভুতি গ্রহণলাগার ক্ষণে
ভাবতে বসি হার না মানা ভালোলাগার প্রহর
কতো দুরে গেলে মানুষ হয়ে যায় পর?
কতো কষ্টে মনে পড়ে প্রিয়জনটাকে
মনের কতো গভীরকোনে ভালোবাসা থাকে?
মনখারাপেরা কেন এসব উত্তর জানে না?
হঠাৎ করেই বয়ে চলার নিয়ম মানে না,
এই মনের গভীরকোনে হিসাব রাখি তুলে
কতোটা সময় গেলে প্রিয় মানুষটা যায় ভুলে।
এত প্রশ্ন অবশেষে স্বপ্নের রঙ মাখে
দিনফুরানোর বেলা শেষে অদেখাই বুঝি থাকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।