আমাদের কথা খুঁজে নিন

   

'' মৈত্রী এক্সপ্রেস''

দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি ,তাই যাহা আসে কই মুখে ।

আগামী ১৪ই এপ্রিল বাংলা নববর্ষের দিনে, দীর্ঘ ৪৩ বছর পর,ভারত-বাংলাদেশের মধ্যে চলবে ট্রেন,'' মৈত্রী এক্সপ্রেস'' । ট্রেনটি আপাতত সপ্তাহে একদিনই চলবে । কলকাতার ফেয়ারলি প্লেসে এই ট্রেনের টিকিট বুকিং শুরু হয়েছে । ছুটির দিন বাদ দিয়ে 'ফরেন ট্যুরিস্ট প্যাসেঞ্জার রিজার্ভেশান কাউন্টারে' প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই টিকিট বুকিংয়ের সুযোগ মিলবে ।

টিকিট সংগ্রহ করার সময় বাধ্যতামূলকভাবে পাসপোর্ট,ভিসা ছাড়াও অন্যান্য কার্যকরী নথিপত্রও দেখাতে হবে । ''মৈত্রী এক্সপ্রেসের'' প্রথম শ্রেণীর (কেবিন) বাতানুকূল টিকিটের মূল্য ২০ ডলার । বাতানুকূল চেয়ারকার টিকিটের মূল্য ১২ ডলার এবং দ্বিতীয় শ্রেণীর বাতানুকূল ছাড়া চেয়ারকার টিকিটের মূল্য ৮ ডলার । ট্রেন ছাড়ার২ ঘন্টা আগে যাত্রীদের স্টেশনে এসে জানাতে হবে । নিরাপত্তার কারণেই ।

---- আপনার যাত্রা শুভহোক ----

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।