আমাদের কথা খুঁজে নিন

   

অডিও ক্লিপ, মামলা সব ষড়যন্ত্র: পাপিয়া

চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদল সভাপতির বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় দায়ের করা মামলায় পাপিয়াকে আসামি করার পর এ প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
সোমবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারের ষড়যন্ত্রের প্রথম অংশ হিসেবে আমার কণ্ঠ জালিয়াতি করে অডিও ক্লিপ ছাড়া হয়েছে। তাতে মানুষকে বিভ্রান্ত করতে না পেরে ষড়যন্ত্রের দ্বিতীয় অংশ হিসেবে তথাকথিত যুবদল নামধারীদের দিয়ে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ”
সম্প্রতি পাপিয়ার একটি অডিও কথোপকথন ইন্টারনেটে ছড়িয়ে পড়ে, যাতে দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ‘কটূক্তি’ করা হয়েছে। এর প্রতিবাদে দল থেকে পাপিয়াকে বহিষ্কারের দাবিতে গত শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরে ঝাড়ুমিছিল করে যুবদলের নেতা-কর্মীরা।


এরপর ওই দিন বিকাল ও রাতে জেলা যুবদল সভাপতি ওবাইদুল ইসলাম পাঠানের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়। এ ঘটনায় পাপিয়াকে হুকুমের আসামি করে স্থানীয় বিএনপির ৪৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা হয়।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পাপিয়া বলেন, আগামী ১৫ ও ১৬ সেপ্টেম্বর রংপুর ও রাজশাহীতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জনসভা রয়েছে। সেখানে চাঁপাইনবাবগঞ্জ থেকে হাজার বিশেক লোক সমাগমের প্রস্তুতি চলছে। এটা নস্যাৎ করতে এবং ঈদের পরে সরকারবিরোধী আন্দোলন থেকে বিরত রাখতে বিএনপির জেলা, থানা, পৌর কমিটি এবং সহযোগী সংগঠনের নেতৃস্থানীয়দের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।


জেলা যুবদল সভাপতি ওবাইদুল ও সাধারণ সম্পাদক তবিউল ইসলাম তারিফ আওয়ামী লীগের হয়ে কাজ করছে বলে অভিযোগ করেন তিনি।

পাপিয়া বলেন, এর আগেও তারা স্থানীয় বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে তিনটি মামলা করেছে। অথচ সংসদে যখন সরকারি দলের সংসদ সদস্যরা খালেদা জিয়ার জন্মবৃত্তান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তখন তারা কোনো প্রতিবাদ করেনি।
তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় যুবদলের কেন্দ্রীয় নেতৃত্বের ভূমিকা নিয়ে চাঁপাইনবাবগঞ্জবাসীর মনে প্রশ্ন রয়েছে বলেও দাবি করেন আশরাফি পাপিয়া।
আর তারেক রহমানকে ‘কটূক্তি’ করে ফেইসবুক ও ইউটিউবে পোস্ট করা অডিও নিজের নয় দাবি করে তিনি বলেন, “তথ্য-প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে আমার কণ্ঠস্বরের ধরন সুপার ইম্পোজ করে ভয়েস এডিটিংয়ের মাধ্যমে আমার কণ্ঠস্বর জালিয়াতি করে অডিও ক্লিপটি প্রচার করা হচ্ছে।


গত সাড়ে চার বছর সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করায় তার ভাবমুর্তি ক্ষুন্ন করতে এই অডিও ক্লিপ বানিয়ে ইন্টারনেটে ছাড়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.