আমাদের কথা খুঁজে নিন

   

আগুণের পরশমনিতে ফাহমিদুল হক ও তার সাহিত্যের সুবাস

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

বাংলাপিডিয়ায় সমসাময়িক একুশজন ছোটগল্পাকারের লেখার বিষয়, বৈচিত্র ও ভাষা-তে বিপ্লবাত্মক ব্যঞ্জনার কথা উল্লেখ করা হয়েছে; ফাহমিদুল হক যাদের মধ্যে অন্যতম। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংবাদের নাড়ীনক্ষত্রের জ্ঞান বিতরণ করার পেশায় সম্পৃক্ত বলে লিখতে হয় অবিরত - কিন্তু তার সাহিত্যের আচ্‌কান প্রতিষ্ঠিত মিডিয়া থেকে গণউন্মুক্ত ব্লগভূমেও জায়গা করে নিয়েছে বিপুল জেল্লায়। ওয়েবের দিকে প্রতিষ্ঠিত সাহিত্যিকদের ঝোক্‌ নতুন কিছু নয়। ২০ শে আগস্টের ছাত্র বিক্ষোভের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপরে নেমে আসা সরকারী নির্যাতনের বিরোধিতা করে ফাহমিদুল হকের মানুষনেটওয়ার্কে প্রকাশিত চমৎকার নিবন্ধগুলো চিন্তাশীলদের ভাবনাকে পরিশীলিত করেছে। সামহোয়ারইনে কফিলেফটের প্রবক্তা ফাহমিদুল হকের ব্লগীয় অংশগ্রহণ অনেক বেশী তাত্ত্বিক বিশ্লেষণধর্মী। ব্লগ মাধ্যমটি তার অধ্যয়ণের পাঠশালা বলে হয়তো লেখনীর শক্তিমত্তায় স্পষ্ট হতে থাকে ব্লগীয় সমসাময়িক উত্তেজনাময় ঘটনার নাতিদীর্ঘ পর্যালোচনা। আগুণের পরশমনিতে ফাহমিদুল হক আপনাদের সামনে উপস্থিত হয়েছেন; সঙ্গে সাহিত্যের সুবাস তো থাকছেই ষোলোআনা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।