আমাদের কথা খুঁজে নিন

   

অসম্পূর্ণতার পবিত্র দলিল



আমার অসম্পূর্ণতা নিয়ে আর কোনো সন্দেহ নেই। কারণ আমি স্পর্শ করতে পারিনি মাটির মমতা। আমার পারগতা নিয়ে ও নেই আর কোনো কথা। বন্দর ছেড়ে গেলে জাহাজ ও ফিরে পায় গতির গন্তব্য । আর আমি তো মানুষ , মন খুলে ঘৃনা করতে জানি।

আমার সীমাবদ্ধতা ও রোজনামচায় প্রশ্নাতীত হয়ে আছে ! গাছের ভেতরে গাছ, টবে ফুলগুলো ও তো বাঁচে। পরগাছা - বলতেই পারো। তার পরও যে জীবন আমাকে নিয়ন্ত্রণ করে , আমি তার পৈতা হয়েই থাকি। মাঝে মাঝে হাঁক দিয়ে প্রতিবেশী সমুদ্র কাঁপাই । আমার উত্থান নিয়ে মতভেদ থাকতেই পারে তুমি তো জানো , আমি দ্রবীভূত হই রঙের সমাহারে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.