দিন কিন্তু ফুরিয়ে যাচ্ছে। এস্কিমো ও রাশেদের আনব্যান চাওয়া মানে শুধু দুইজন ব্লগারের সাধারণ ব্যানমুক্তি চাচ্ছি এইটা ভাবলে ভুল হবে। বিষয়টা আদর্শের, প্রশ্নটা নৈতিকতার। যদি সত্যিসত্যিই ১০ দিন পর এস্কিমো-রাশেদের আনব্যান হয়, তাহলে কিন্তু হিসাবটাও সেইরকম হবে।
বাংলা মায়ের মাটির সন্তান এই রকমই। কিসিঞ্জারের জন্য তারা ঘৃণা পুষে রাখে। আবার জর্জ হ্যারিসনের জন্য তাদের ভালবাসা ফুরাবে না কখনো।
পরীক্ষসমূহের নিয়ন্ত্রকমন্ডলীকে অগ্রিম লালসালাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।