আমাদের কথা খুঁজে নিন

   

কনট্রাসেপটিভসে ডুবিয়া ছিল কংগ্রেস

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

খুব বেশি দিন আগের কথা নয়। ইন্দীরা গান্ধী বহাল তবিয়তে বাঁচিয়া রহিয়াছেন। তাহার আমলে একবারই কংগ্রেস ইলেকশন জিতিতে পারে নাই।

এর আগের টার্মে কংগ্রেস সরকার নারীদের পাশাপাশি প্রথমবারের মত ভারতে পুরুষের কন্ট্রাসেপটিভস চালু করার বিষয়ে উদ্যগী হয়। সারা ভারতের বীর রসে পূর্ণ পুরুষ সমাজকে কন্ট্রাসেপটিভস ব্যবহার করিতে উৎসাহ দেয়। কিন্তু তাহা ভারতের তাবৎ মেল ইগোকে এমনভাবে শংকিত করিয়া তোলে যে সুখ যৌবন শক্তি হারানোর শংকায় তাহারা সরকার শুদ্ধ বর্জন করে। এবং কূটিল জ্ঞানীরা ঘটনা বিশ্লেষণ করিয়া বলেন কংগ্রেসের এইরূপ পুরুষের ....টার উপর হাত দেওন ঠিক হয় নাই। তাহা হইলে তারা পরের টার্মেও ইলেকটেড হইতে পারিত।

একালের নারীবাদীরা এখনো মুচকি হাসিয়া বলেন, হরমোনাল ইনজেকশন নিতে বলা হইলে হয়ত পুরুষের সত্তাই বিসর্জিত হইত। যদিও কন্ট্রাসেপটিভস ডিসকোর্সে নারীরা বহুকালের ভিকটম। হায়! কনট্রাসেপটিভস; তব কি রঙ্গ করিলা এই ভবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.