যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
যা ভাল হয়েছে তা নতুন করে বলার কোন মানে নেই। সমালোচনাটুকুই কেবল করি।
ডিফল্ট হিসাবে যে সংকলিত পোস্ট এর ট্যাব চলে আসে সেখানে স্টিকি পোস্টগুলো থাকতে পারে, কিন্তু প্রান্তিকদের "ক্রমানুসারে পোস্ট" এ কেন আবার ঐ একই জিনিস! স্ক্রল করে দুই স্ক্রিন নীচে নামতে হচ্ছে নতুন পোস্ট পড়ার জন্য।
যারা সামহোয়ারের নিয়িমত পাঠক তারা ঐ "ক্রমানুসারে পোস্ট" ই আগে দেখতে চাইবে, আমিও সেটাই করি। নতুন ব্যবস্থায় সেটা এক ক্লিক পেছনে অলরেডি চলে গেছে।
প্রার্থিত পৃষ্ঠা যত কম ক্লিকে পাওয়া যায় ততই তার গ্রহণযোগ্যতা থাকে। উপরন্তু স্টিকি পোস্ট স্ক্রলিং করা বড় ঝক্কির।
নিজের ব্লগ থেকে আবার সেই "ক্রমানুসারে পোস্ট" এ যাবার কোন বাটন নাই। যেতে হবে ডিফল্ট ফ্রন্ট পেজে। সেখানে ক্রমানুসারে পোস্টের মন্তব্য ফিচারটা কিন্তু ঠিকই থাকছে।
আমার কাছে যেটা উন্মুক্ত সেটাকে ডিফল্ট রাখা বেশী যৌক্তিক মনে হয়। সংকলিত পোস্ট, স্টিকি পোস্ট, বাঁছাই পোস্টের আলাদা ফ্রন্টপেজ হতে পারে তবে অবশ্যই সেটা ডিফল্ট নয়।
যারা পোস্ট দেয় তারাই বেশী পড়ে সামহোয়ারইনব্লগ। মোটকথা এখানে পাঠকমাত্রই লেখক, লেখক মাত্রই পাঠক। সহজ এই সূত্র নতুন ডিজাইনে অমান্য করা হয়েছে - যা পাঠক ও লেখকরূপী ব্লগারদের সাথে স্রেফ একটা অসৌজন্যতা।
যদিও আমি কর্তৃপক্ষের ইন্টারএ্যাকটিভ ও পরিবর্তনকামী এটিচ্যুডের বিষয়ে আস্থাশীল - ব্লগার হিসাবে সবাই হয়তো সে প্রত্যাশায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।